ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

রুটের ডাবল সেঞ্চুরির ম্যাচ ড্র, সিরিজ নিউজিল্যান্ডের

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:22 মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি ড্র হয়েছে। এর আগে প্রথম টেস্টে এক ইনিংস এবং ৬৫ রানের জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি নিজেদের করে নিয়েছে তারা। 

আজ হ্যামিল্টনে ২ উইকেটে ৯৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। এরপর দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এবং রস টেলর। তাঁরা উভয়ই দিনের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। 

এই দুই ব্যাটসম্যানের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৪১ রান নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৩৭ রানে খেলা শুরু করা উইলিয়ামসন ১০৪ রানে অপরাজিত ছিলেন দিনের শেষ পর্যন্ত। অপরদিকে তাঁর সঙ্গী টেলর মাঠ ছেড়েছেন ১০৫ রান নিয়ে। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট পেয়েছেন স্যাম কারান এবং ক্রিস ওকস।

এর আগে হ্যামিল্টন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। সফরকারীদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে স্ট্রুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকসের দারুণ বোলিংয়ে ৩৭৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৭৩ রানে ৪ উইকেট নেন ব্রড। অপরদিকে ওকস পান ৩টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন স্যাম কারান। 

ইংল্যান্ডের বোলিং তোপের সামনেও অসাধারণ খেলেছেন কিউই ওপেনার টম লাথাম। ব্রডের শিকার হওয়ার আগে ১০৫ রান করেন তিনি। এছাড়া রস টেলর, বিজে ওয়াটলিং এবং ড্যারেল মিচেল পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। 

জবাবে খেলতে নেমে অধিনায়ক জো রুটের ডাবল সেঞ্চুরি এবং ওপেনার রোরি বার্নসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৪৪১ বলে ২২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রুট। আর ২০৯ বলে ১০১ রান করেন বার্নস। উইকেট রক্ষক ব্যাটসম্যান অলি পোপও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। ৭৫ রানের ইনিংস খেলে দলকে বড় পুঁজি আনতে সাহায্য করেন তিনি। 

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান পেসার নেইল ওয়েগনার। ৩৫ ওভার বোলিং করে ১২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। ৯০ রানে ২ উইকেট তুলে নেন আরেক অভিজ্ঞ পেসার টিম সাউদি। 

টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানের মাথায় দুই ওপেনার জিত রাভাল এবং টম লাথামের উইকেট হারিয়ে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে দারুণ ব্যাটিং করে দলকে বিপদমুক্ত করেন উইলিয়ামসন ও টেলর। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৩৭৫/১০ (১২৯.১ ওভার) (লাথাম ১০৫, মিচেল ৭৩; ব্রড ৪/৭৩, ওকস ৩/৮৩) 

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ৪৭৬/১০ (১৬২.৫ ওভার) (রুট ২২৬, বার্নস ১০১; ওয়েগনার ৫/১২৪, সাউদি ২/৯০) 

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ২৪১/২ (৭৫ ওভার) (উইলিয়ামসন ১০৪*, টেলর ১০৫*; কারান ১/৫৬, ওকস ১/১২) 

ফলাফলঃ ড্র 

ম্যাচ সেরাঃ জো রুট