অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ

স্মিথের আচরণে ক্ষুব্ধ ইয়ান চ্যাপেল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 11:24 মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে পাকিস্তানকে ইনিংস এবং ৪৮ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে অজিরা। দল সিরিজ জিতলেও অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথের আচরণে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তী ইয়ান চ্যাপেল।

সাবেক এই অজি ব্যাটসম্যান মনে করেন অধিনায়ক না থেকেও অধিনায়কের মতো আচরণ করছেন স্মিথ। দিবা-রাত্রির এই টেস্টে অধিনায়ক টিম পেইনকে টপকে স্মিথকে ফিল্ডিং সাজাতে দেখা গেছে। সেই চিত্র ধরা পড়েছে টিভি ক্যামেরাতেও। এই ঘটনায় চটেছেন ইয়ান চ্যাপেল।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমার একটা ঘটনা মোটেই ভাল লাগেনি। দেখলাম, স্মিথ নিজেই কয়েকজন ফিল্ডারের জায়গা বদল করছে। দেখলাম, পেইনের সঙ্গে কথা বলছে স্মিথ। মনে হলো, অফসাইডে এক জন ফিল্ডারকে সরানোর কথা বলছে। স্মিথ যত দূরে ফিল্ডারকে সরাতে চেয়েছিল, তত দূরে সরায়নি পেইন। এরপর স্মিথ নিজেই সেই ফিল্ডারকে সরে যাওয়ার নির্দেশ দেয়। যেটা মোটেই ঠিক কাজ নয়।'

চ্যাপেল মনে করেন স্মিথ ‘হোয়াইট অ্যান্টিং’ করছিলেন পেইনকে। অস্ট্রেলিয়ায় সাধারণত কাউকে পদচ্যুত করার প্রচেষ্টা বোঝাতে ‘হোয়াইট অ্যান্টিং’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। চ্যাপেলের ধারণা পেইনকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টা শুরু করেছেন স্মিথ।

বল টেম্পারিংয়ের ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরেছেন স্মিথ। তবে অধিনায়কত্ব ফিরে পাননি তিনি। বিশ্বকাপটা ভালো না গেলেও অ্যাশেজে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। যদিও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সরূপে ছিলেন না এই অজি ব্যাটসম্যান। এরই মধ্যে সমালোচনার মধ্যে পড়তে হলো তাঁকে।