গোলাপি বলের টেস্ট

গোলাপি বল নিয়ে একই সুরে কথা বলছেন মিঠুন-পেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:16 সোমবার, 02 ডিসেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ভারত সফরে দিবা-রাত্রির টেস্টে লজ্জায় ডুবেছে বাংলাদেশ। গোলাপি বলে কোনোভাবেই সুবিধা করতে পারেনি মমিনুল হকের দল। আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন ব্যাটসম্যানরা। গোলাপি বলে কঠিন পরীক্ষা দেয়ার পর দেশে ফিরে এক সাক্ষাৎকারে মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, গোলাপি এবং লাল বলের মধ্যে পার্থক্য অনেক। একই ইস্যুতে বাংলাদেশের এই ব্যাটসম্যানের সঙ্গে একমত পোষণ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনও।

সোমবার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবানোর পর গোলাপি বল নিয়ে কথা বলেন পেইন। সেখানে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে গোলাপি বল বড় ভূমিকা পালন করবে বলে জানান এই অজি দলপতি। 

একজন ক্রিকেটারের দৃষ্টিভঙ্গি থেকে দিবা-রাত্রির টেস্টকে সম্পূর্ণ আলাদা একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পেইন। তবে সেরারা এই পরীক্ষায় ভালো করার উপায় নিজেই বের করে নেবে বলে বিশ্বাস তাঁর। যেমনটা ডেভিড ওয়ার্নার এবং মিচেল স্টার্ক এই টেস্টে করেছে বলে জানান অজি টেস্ট অধিনায়ক।

পেইন বলেন, ‘আমরা চাই মানুষ টেস্ট ক্রিকেট বেশি বেশি দেখুক। আর গোলাপি বলে সেটা অবশ্যই সম্ভব। নতুন অনেকেই আসছে খেলা দেখতে। কিন্তু আমি মনে করি আমাদের উচিত লাল এবং গোলাপি বলের মধ্যে তুলনা না করা। দুটি বলের মধ্যে পার্থক্য বিশাল।’ 

‘কখনোই এটা এক রকমভাবে আচরণ করবে না। আর একজন ক্রিকেটারের দৃষ্টিতে দিবা-রাত্রির টেস্ট সম্পূর্ণ আলাদা একটি চ্যালেঞ্জ। এখানে ভালো করার রাস্তা ক্রিকেটারই খুঁজে বের করবে। মিচেল স্টার্ক এটা করেছে। গোলাপি বলে তার রেকর্ড অনেক ভালো।’ যোগ করেন পেইন।  

গোলাপি বল এবং লাল বলের পার্থক্য তুলে ধরে মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘গোলাপি বলের সিম পজিশনটা বোঝা সবচেয়ে কঠিন মনে হয়েছে আমার কাছে। আমাদের এর আগে কোনো অভিজ্ঞতা ছিল না। অনুশীলন আর ম্যাচ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।’

গোলাপি বলে ভালো খেলার জন্য দীর্ঘ সময় অনুশীলন করার প্রয়োজন আছে বলে মনে করছেন মিঠুন। অল্প সময় অনুশীলন করে সহজে এই বলে সাবলীল হওয়া যাবে না বলে জানিয়েছেন এই ব্যাটসম্যান।

‘আমরা ২-৩ দিন অনুশীলন করেছি মাত্র। অনুশীলন শেষে লাল এবং গোলাপি বলের পার্থক্যটা জিজ্ঞেস করা হয়েছিল আমাকে। কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। কিন্তু আমরা যখন ম্যাচ খেলি, এখন আমরা বুঝতে পারি যে লাল এবং গোলাপি বলের পার্থক্যটা বিশাল।’