নিউজিল্যান্ড-ইংল্যান্ড

রুটের ডাবল সেঞ্চুরি, উইলিয়ামসন-টেলরের দৃঢ়তা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:46 সোমবার, 02 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে অধিনায়ক জো রুটের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড পায় ইংল্যান্ড। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ১০১ রানের লিড এনে দেন ডানহাতি এই ব্যাটসম্যান। রুটকে দারুণ সঙ্গ দিয়ে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ওলি পোপ। যদিও চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরের ব্যাটিং দৃঢ়তায় ৫ রানে নেমে আসে এই লিড।

কিউইদের তুলনায় ১০৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। দিনের প্রথম সেশনে ব্যক্তিগত দেড়শ রান পূর্ণ করেন রুট। দারুণ ব্যাটিং করে যান পোপ। প্রথম সেশনে কোনো উইকেট পড়তে দেননি ইংল্যান্ডের এই দুই ব্যাটসম্যান।

দ্বিতীয় সেশনে নেমে ৪১২ বলে ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। ওলি পোপ হাফ সেঞ্চুরি তুলে নেন ১৬৫ বলে। এই সেশনে এসে উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। পোপ আউট হন ২০২ বলে ৭৫ রানের ইনিংস খেলে। পোপের বিদায়ের পরপরই সাজঘরের পথ ধরেন ৪৪১ বলে ২২৬ রানের ইনিংস খেলা ইংলিশ অধিনায়ক।

তাঁদের দুইজনের ১৯৩ রানের জুটিতে লিড পায় ইংল্যান্ড। শেষের দিকের ব্যাটসম্যানদের আর দাঁড়াতে দেননি কিউই পেসার নেইল ওয়েগনার। একাই পাঁচ উইকেট তুলে নেন তিনি।

১০১ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার জিত রাভালকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান পেসার স্যাম কারান।

প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ওপেনার টম লাথামকে ১৮ রানে আউট করে ইংল্যান্ড শিবিরে স্বস্তি এনে দেন ক্রিস ওকস। দ্রুত দুই উইকেটের পতনে পিছিয়ে পড়া নিউজিল্যান্ডের হাল ধরে উইলিয়ামসন এবং টেলর।

তাঁদের দুইজনের ব্যাটিং দৃঢ়তায় চতুর্থ দিনে আর কোনো উইকেট হারাতে হয়নি নিউজিল্যান্ডকে। ৬৮ রানের জুটি গড়ে অপরাজিত মাঠ ছাড়েন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ১২৯.১ ওভারে ৩৭৫/১০ (লাথাম ১০৫, মিচেল ৭৩; ব্রড ৪/৭৩, ওকস ৩/৮৩)।

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ১৬২.৫ ওভারে ৪৭৬/১০ (রুট ২২৬, বার্নস ১০১; ওয়েগনার ৫/১২৪, সাউদি ২/৯০)।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৩৪ ওভারে ৯৬/২ (উইলিয়ামসন ৩৭, টেলর ৩১; ওকস ১/৮, কারান ১/২৬)।