অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ

ইয়াসিরের সেঞ্চুরির পরও ইনিংস হারের শঙ্কায় পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 রবিবার, 01 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় আছে পাকিস্তান। ডেভিড ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার করা সাত উইকেটে ৫৮৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ৩৯ রান করেছে দলটি। অস্ট্রেলিয়া থেকে এখনও ২৪৮ রান পিছিয়ে আছে আজহার আলীর দল।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছে পাকিস্তানের টপ অর্ডার। ইমাম উল হক, আজহার আলী ও বাবর আজম যথাক্রমে ০, ৯ ও ৮ রানে ফিরে গিয়েছেন।

ম্যাচের চতুর্থ দিন শুরু করবেন ওপেনার শান মাসুদ (১৪*) এবং আসাদ শফিক (৮*)। অজি পেসার জস হ্যাজেলউড নিয়েছেন দুই উইকেট। মিচেল স্টার্কের শিকার একটি উইকেট।

এর আগে স্পিনার ইয়াসির শাহের সেঞ্চুরি এবং বাবর আজমের হাফ সেঞ্চুরিতে ৩০০ রান পার করেছে পাকিস্তান। তৃতীয় দিন ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন বাবর এবং ইয়াসির।

৪৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করার পর বাবর থামেন ৯৭ রানে। তবে এক প্রান্ত আগলে রেখে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন লেগ স্পিনার ইয়াসির। যদিও তাঁর সেঞ্চুরিতে ফলোঅন এড়াতে পারেনি পাকিস্তান।

বাকি ব্যাটসম্যানদের আর কেউই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর মূলে ছিলেন স্টার্ক। ৬৬ রান খরচায় ছয় উইকেট শিকার করেন তিনি। এছাড়া দুটি উইকেট পেয়েছেন আরেক পেসার প্যাট কামিন্স।

দিবা রাত্রির এই টেস্টে ছয় উইকেটে ৯৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। অপরাজিত দুই ব্যাটসম্যান বাবর এবং ইয়াসির ১০৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দায়িত্বশীল ব্যাটিং করে ক্যারিয়ারে তিন নম্বর সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছেও যান ২৫ বছর বয়সী বাবর।

কিন্তু দলীয় ১৯৪ রানের মাথায় টিম পেইনের হাতে ক্যাচ বানিয়ে বাবরকে সাজঘরে পাঠান পেসার মিচেল স্টার্ক। ফলে ৯৭ রান নিয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয় এই ডানহাতিকে।

এরপর একই ওভারের দ্বিতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন স্টার্ক। ১১৩ রান করা ইয়াসিরকে থামিয়েছেন কামিন্স। শেষদিকে মোহাম্মদ আব্বাস করেন ২৯ রান। 

সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৫৮৯/৩ ( ১২৭ ওভার)
(ওয়ার্নার ৩৩৫*, ল্যাবুশেন ১৬২; আফ্রিদি ৩/৮৮)
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৩০২/১০ (৯৪.৪ ওভার) 
(ইয়াসির ১১৩, বাবর ৯৭; স্টার্ক ৬/৬৬)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ৩৯/৩ (১৬.৫ ওভার) (ফলোঅন) 
(শান ১৪*; হ্যাজেলউড ২/১৫)