আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:50 রবিবার, 01 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্ট ম্যাচে নয় উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশকে র‍্যাঙ্কিংয়ের লজ্জা থেকে বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে আছে নবম স্থানে। মুমিনুল হকের দলের রেটিং পয়েন্ট ৬১। ৫৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে রশিদ খানের আফগানিস্তান। বাংলাদেশের ঘাড়ের ওপরে নিঃশ্বাস নিচ্ছে তারা।

একমাত্র টেস্ট ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারতো আফগানরা, তাহলে তাদের রেটিং পয়েন্ট হতো ৭৪। অর্থাৎ বাংলাদেশের ওপরে চলে যেতে পারতো ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি।

এমনকি আফগানরা যদি ম্যাচটি কোনোভাবে ড্র করে ফেলত তাহলেও রশিদদের থেকে পিছিয়ে যেত বাংলাদেশ। তখন বাংলাদেশের মতো আফগানিস্তানের রেটিং পয়েন্টও হতো ৬১। তবে ভগ্নাংশে এগিয়ে থাকতো আফগানরা।

অভিষেক টেস্টসহ এখন পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলেছে আফগানরা। অভিষেক টেস্টে ভারতের কাছে হারলেও পরবর্তীতে আয়ারল্যান্ড এবং বাংলাদেশকে পরাজিত করে আফগানরা।

এবারও ক্যারিবিয়ানদের হারানোর মেজাজ নিয়েই মাঠে নামে রশিদবাহিনী। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে আফগানরা। পর্যাপ্ত আত্মবিশ্বাস থাকার পরও রাহকিম কর্নওয়ালের স্পিন জাদুতে হেরে যায় আফগানিস্তান।