নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ

বার্নস-রুটের সেঞ্চুরির পরেও পিছিয়ে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:07 রবিবার, 01 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ওপেনার ররি বার্নস এবং অধিনায়ক জো রুটের সেঞ্চুরিতে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন কিছুটা স্বস্তিতে কাটিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের করা ৩৭৫ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ২৬৯ রান। দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির পরেও স্বাগতিকদের থেকে ইংল্যান্ড পিছিয়ে আছে ১০৬ রানে।  

আগের দিন দুই উইকেটে ৩৯ রান করে দিন শেষ করে ইংল্যান্ড। এ দিন শুরু থেকে আরও সতর্ক হয়ে খেলেন বার্নস ও রুট। দেখেশুনে খেলে সেঞ্চুরি তুলে নেন বার্নস।

সেঞ্চুরি করে অবশ্য বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। রানআউট হয়ে ফিরে যান বার্নস। ১৫টি চারের সাহায্যে তাঁর ব্যাটে আসে ১০১ রান। এই জুটি দলের রানের খাতায় যোগ করে ১৭৭ রান।

বার্নস ফেরার পর সেঞ্চুরি তোলেন রুট। তবে রুটকে সঙ্গ দিতে ব্যর্থ হন বেন স্টোকস (২৬) এবং জ্যাক ক্রাওলি (১)। অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেন রুট।

১৪টি চারে ১১৪ রান করে উইকেটে আছেন তিনি। তাঁর সঙ্গে ম্যাচের চতুর্থ দিন শুরু করবেন ওলি পোপ (৪*)। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি দুটি এবং ম্যাট হেনরি ও নেইল ওয়াগনার একটি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৩৭৫/১০ (১২৯.১ ওভার)
(লাথাম ১০৫, মিচেল ৭৩, ওয়াটলিং ৫৫, টেলর ৫৩; ব্রড ৪/৭৩, ওকস ৩/৮৩)
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৬৯/৫ (৯৯.৪ ওভার)
(রুট ১১৪*, বার্নস ১০১; সাউদি ২/৬৩)