অস্ট্রেলিয়া-পাকিস্তান

উইকেট নেয়ার কেীশলই জানেন না পাকিস্তানি বোলাররা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:55 শনিবার, 30 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বোলারদের তীব্র সমালোচনা করেছেন দলটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে শোয়েবের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানি বোলারদের।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারী পাকিস্তান। অ্যাডিলেড টেস্ট দিয়ে দুই ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল দলটির। কিন্তু পাকিস্তানি বোলারদের শাসন করে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার তুলে নিয়েছেন ট্রিপল সেঞ্চুরি। তিনে নামা মার্নাস ল্যাবুশেনও করেছেন সেঞ্চুরি। এ দুজনের ব্যাটে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি পাকিস্তানের বোলাররা। অস্ট্রেলিয়ার উইকেটে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করার কৌশল পাকিস্তানের বোলারদের জানা নেই বলে মনে করছেন শোয়েব।   

দলের বোলারদের এমন পারফরম্যান্সে হতাশ হয়ে শোয়েব টুইটারে লিখেছেন, ‘এই ধরনের পিচে উইকেট নেয়ার ব্যাপারে তারা (পাকিস্তান বোলার) সম্পূর্ণ ধারণাহীন। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণার অপেক্ষায় আছি অথবা তারা উইকেট বিলাবে সেই আশায় আছি। এভাবে হয় না ভাই!’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনের দুই সেশন ব্যাটিং করে ৩ উইকেটে ৫৮৯ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং নেমে অজি পেসারদের আগুনে বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তান। ৩৫ ওভার ব্যাটিং করে ৯৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে তারা।