ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

হাসপাতালে ইংলিশ স্পিনার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:47 শনিবার, 30 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ড সফরে ব্যস্ত সময় কাটাচ্ছে ইংল্যান্ড দল। এমন সময় স্পিনার জ্যাক লিচের অসুস্থতা উদ্বেগ তৈরি করেছে ইংলিশ শিবিরে। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনে পেটের প্রদাহ গ্যাস্ট্রোয়েনটেরিটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লিচ।

বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। হ্যামিল্টন টেস্টে অবশ্য খেলছেন না তিনি। গত সপ্তাহে বে-ওভালে কিউইদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের ম্যাচে রেকর্ড ১৫৩ রানে ২ উইকেট নিয়েছিলেন লিচ।

এমন পারফরম্যান্সের পর হ্যামিল্টন টেস্টে লিচকে ছাড়াই একাদশ সাজায় সফরকারীরা। লিচের পরিবর্তে হ্যামিল্টনের সেডন পার্কে খেলছেন ক্রিস ওকস। শনিবার (৩০ নভেম্বর) প্রথম সেশনের সময় অসুস্থতা অনুভব করেন লিচ।

এরপর ইংল্যান্ডের মেডিকেল কর্মকর্তারা লিচকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অসুস্থতার ধরন দেখে ইসিবি মনে করছে, রাতটা হাসপাতালেই থাকতে হতে পারে লিচকে।

লিচের অসুস্থতার প্রসঙ্গে সতীর্থ স্টুয়ার্ট ব্রড বলেছেন, ‘এটা বেশ উদ্বেগজনক খবর, তবে তাকে দেখা-শোনার জন্য আমাদের খুব ভালো মেডিকেল কর্মকর্তারা রয়েছেন।’