অস্ট্রেলিয়া- পাকিস্তান সিরিজ

ওয়ার্নারকে রেকর্ড ‘বঞ্চিত’ করায় সমালোচনার মুখে পেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:43 শনিবার, 30 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচের বাকি তিন দিনেরও বেশি। প্রতিপক্ষ প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারা দল পাকিস্তান। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৩৩৫ রানে ব্যাটিং করছিলেন ডেভিড ওয়ার্নার। ব্রায়ান লারার রেকর্ড ৪০০* রানের ইনিংস ছাড়িয়ে যাওয়ার হাতছানি তাঁর সামনে। এমন একটি রোমাঞ্চকর মুহূর্তে হুট করেই ইনিংস ঘোষণা দিয়েছেন টিম পেইন। এই ঘটনার পর সমালোচনার মুখে পড়েন অজি অধিনায়ক।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইন্সট্রাগাম, টুইটারে পেইনের সমালোচনা করেছেন অনেকেই। ওয়ার্নার ব্যাটিং করার সুযোগ পেলে স্বদেশী ম্যাথু হেইডেনের ৩৮০ রান অনিরাপদ ছিল, এমনটাই বলছে ক্রিকেটভক্তরা।

এমনকি ইংল্যান্ডের বিপক্ষে করা ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০* রানের রেকর্ডটিও এ দিন অনিরাপদ ছিল বলে যুক্তি দিচ্ছেন ওয়ার্নারের ভক্তরা। যদিও পেইনের এমন সিদ্ধান্তের পেছনে ছিল উপযুক্ত কারণ।

অ্যাডিলেড টেস্টের প্রথম দিন বৃষ্টি বাধা দেয়ায় বেশ কয়েক ওভার খেলা হয়নি। আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনেও বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা আছে।

ম্যাচের দুই দিন যদি বৃষ্টি হয় তাহলে পাকিস্তানকে হারানো কঠিন হয়ে যাবে। এ কারণেই হয়তো তিন উইকেটে ৫৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক।

ব্রিসবেন টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভালো করার সুযোগ আছে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার। হয়তো এসব দিক বিবেচনা করেই ইনিংস ঘোষণা করেছেন পেইন।