অস্ট্রেলিয়া- পাকিস্তান সিরিজ

ট্রিপল সেঞ্চুরিতে ওয়ার্নারের যত রেকর্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:13 শনিবার, 30 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। তিন অঙ্কের ম্যাজিক এই ফিগার দিয়ে বেশ কিছু রেকর্ডেও নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার।


৩৯টি চার এবং একটি ছক্কায় ৩৩৫ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন ওয়ার্নার। অপরাজিত এই ইনিংসটি তাঁর ক্যারিয়ার সেরা। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন ইনিংস ঘোষণা না করলে ওয়ার্নারের হয়তো ব্রায়ান লারার ৪০০* রানের ইনিংসও ছাড়িয়ে যেতে পারতেন।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারার রেকর্ড না ভাঙতে পারলেও বেশ কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন ওয়ার্নার। স্বদেশী মার্ক টেলর এবং ডন ব্র্যাডম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন তিনি।

১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেলর ৩৩৪ রানের ইনিংস খেলেন। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৪ রান করেন কিংবদন্তি ব্যাটসম্যান ব্র্যাডম্যান। ওয়ার্নারের এই ইনিংস অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড ম্যাথু হেইডেনের দখলে। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করে ব্রায়ান লারাকে (৩৭৫) পেছনে ফেলেন তিনি।

ব্র্যাডম্যানের পর ওয়ার্নারই একমাত্র অস্ট্রেলিয়ান, যিনি টেস্ট ক্রিকেটে দুবার ২৫০ রান ছাড়িয়েছেন। অ্যাডিলেডে সর্বোচ ২৯৯* রান করেন ব্র্যাডম্যান (১৯৩২ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)। এবার সেই রেকর্ডটিও ওয়ার্নারের দখলে চলে এলো।

সপ্তম অস্ট্রেলিয়ান হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী ওয়ার্নার। অসাধারণ এই ইনিংস খেলার পথে মারনাস ল্যাবুশেনের সঙ্গে ৩৬১ রানের জুটি গড়েন ওয়ার্নার। দিবা-রাত্রির এই ম্যাচে এটাই সর্বোচ্চ রানের জুটি।