ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান সিরিজ

রেকর্ডবুকে ক্যারিবিয়ান পাহাড়মানব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:17 শুক্রবার, 29 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের লক্ষ্ণৌতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বল হাতে চমক দেখান ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার রাহকিম কর্নওয়াল। নিজের টেস্ট ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচেই ১০ উইকেট শিকার করেন ১৪৬ কেজি ওজনের দশাসই এই ক্রিকেটার। 

আফগান শিবিরে ধ্বস নামানোর পাশাপাশি রেকর্ডবুকেও জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী কর্নওয়াল। গত তিন বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম স্পিনার হিসেবে এক টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।    

শুধু তাই নয়, ভারতের মাটিতে গত তিন বছরের মধ্যে এক টেস্টে ১০ উইকেট নেয়ার রেকর্ডটিও নিজের দখলে নেন এই স্পিনার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি রশিদ খানের আফগানিস্তান।

প্রথম ইনিংসে ৭৫ রানে ৭ উইকেট নিয়ে আফগানদের প্রায় একাই ১৮৭ রানে অলআউট করে দেন কর্নওয়াল। এরপর ব্যাটিংয়ে নেমে ২৭৭ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা।

ক্যারিবিয়ানদের দারুন বোলিংয়ে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৩ উইকেট নেন কর্নওয়াল। জেসন হোল্ডার এবং রস্টন চেজও নেন ৩টি করে উইকেট। পরবর্তীতে খেলতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র তিন দিনেই টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ।