নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ

বল হাতে অনিশ্চিত স্টোকস?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 শুক্রবার, 29 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান হ্যামিল্টন টেস্টে বোলিং করতে নাও দেখা যেতে পারে বেন স্টোকসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই হাঁটুর ইনজুরিতে পড়েছেন ইংলিশ এই অলরাউন্ডার।

বৃষ্টিবিঘ্নিত নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টে মাত্র দুই ওভার বোলিং করতে পেরেছেন স্টোকস। দ্বিতীয় ওভার বোলিং করার সময় বাম হাঁটুতে টান লেগেছে তাঁর। এখনও অবশ্য হাঁটুর স্ক্যান করানো হয়নি।

ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও আসেনি। তবে স্টোকস যে এই টেস্টে আর বোলিং করবেন না, তা অনেকটাই নিশ্চিত। 

২০১৬ সালের মে মাসে বাম হাঁটুতে অপারেশন করেন স্টোকস। ক্যারিয়ারের বিভিন্ন সময় হাঁটুর ইনজুরিতে ভুগেছেন তিনি।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ডের বাকি পেসাররা হলেন জফরা আর্চার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড এবং স্যাম কারান। দলে চার পেসারের উপস্থিতি স্টোকসের অভাব অনেকটাই পুষিয়ে দেয়ার সামর্থ্য রাখে।

হ্যামিল্টন টেস্টের প্রথম দিন অবশ্য বৃষ্টির আক্রমণেই গিয়েছে। খেলা হয়েছে ৫৪.৩ ওভার। এক সেশনের বেশি সময় খেলা হয়নি। আর তাতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন টম লাথাম। এই ওপেনারের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে নিউজিল্যান্ড করেছে তিন উইকেটে ১৭৩ রান।