আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

কর্নওয়াল-ব্রুক্সে তৃতীয় দিনে জিতল ক্যারিবিয়ানরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:40 শুক্রবার, 29 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌতে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে নয় উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে রাহকিম কর্নওয়াল নিয়েছেন দশ উইকেট। ২৬ বছর বয়সী ডানহাতি এই স্পিন অলরাউন্ডারের কাছেই মূলত ধরাশায়ী হয়েছে রশিদ খানের দল।

মূলত আগের দিন আফগান ব্যাটসম্যানদের ব্যর্থতাই দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিতে পারেনি। দ্বিতীয় দিন সাত উইকেটে ১০৯ রান করা আফগানরা এ দিনের শুরুতে অলআউট হয়েছে ১২০ রানে।

তৃতীয় দিন সকালে দলকে বড় সংগ্রহ এনে দিতে ব্যর্থ হন উইকেটরক্ষক আফসার জাজাই এবং রশিদ খানরা। উল্লেখ করার মতো ইনিংস খেলতে পারেননি কেউই।

ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩১ রান। ক্রেইগ ব্র্যাথওয়েটের (৮) উইকেট হারিয়ে এই লক্ষ্যে সহজেই পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। জন ক্যাম্পবেল ১৯ এবং শাই হোপ ৬ রানে অপরাজিত থাকেন।

আফগানদের হয়ে একমাত্র উইকেটটি নেন আমির হামজা। প্রথম ইনিংসে আফগানদের করা ১৮৭ রানের জবাবে সামারাহ ব্রুক্সের অভিষেক সেঞ্চুরিতে ২৭৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। অসাধারণ বোলিং পারফরম্যান্সে ম্যাচ সেরা নির্বাচিত হন কর্নওয়াল।

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তান প্রথম ইনিংসঃ ৬৮.৩ ওভারে ১৮৭/১০ (জাভেদ ৩৯, ইহসানউল্লাহ ২৪, জাজাই ৩২, হামজা ৩৪; কর্নওয়াল ৭/৭৫)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসঃ ৮৩.৩ ওভারে ২৭৭/১০ (ক্যাম্পবেল ৫৫, ব্রুক্স ১১১, ডওরিচ ৪২; রশিদ ৩/১১৪, হামজা ৫/৭৪)।
 
আফগানিস্তান দ্বিতীয় ইনিংসঃ ৪৩.১ ওভারে ১২০/১০ (জাভেদ ৬২, জাদরান ২৩, জামাল ১৫; চেজ ৩/১০, হোল্ডার ৩/২০, কর্নওয়াল ৩/৪৬)।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসঃ ৬.২ ওভারে ৩৩/১ (লক্ষ্য ৩১ রান) (ক্যাম্পবেল ১৯*; হামজা ১/৫)।