টেস্ট ক্রিকেট

৭৩ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:35 বৃহস্পতিবার, 28 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সামনে দাঁড়িয়ে ডানহাতি এই ব্যাটসম্যান।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে ১২৫ ইনিংসে ৬ হাজার ৯৭৭ রান রয়েছে স্মিথের নামের পাশে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৩ রান যোগ করলেই এই রেকর্ড গড়বেন তিনি।

মাইলফলকটি ছুঁলে টেস্ট ইতিহাসের ৭৩ বছরের রেকর্ড ভাঙবেন অজি এই তারকা ব্যাটসম্যান। ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ড ১৩১ ইনিংসে ৭ হাজার মালিক বনে গিয়েছিলেন। এতো বছর ধরে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। 

ভারতের ডানহাতি ওপেনার বীরেন্দর শেবাগ ১৩৪ ইনিংসে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এরপর ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ১৩৬ ইনিংসে ৭ হাজার রানের মালিক হন।

দ্রুততম ৭ হাজার রানে টেন্ডুলকার পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বাঁহাতি ব্যাটসম্যান গ্যারি সোবার্স। ৭ হাজার রানের মালিক হতে তাঁর লেগেছিল ১৩৮ ইনিংস। সমসংখ্যক ইনিংস খেলে শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ছুঁয়েছিলেন ৭ হাজার রানের মাইলফলক।

এই মাইলফলক ছুঁতে ভারতের অধিনায়ক বিরাট কোহলির লেগেছে ১৩৮ ইনিংস। ২৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে স্মিথের।