আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় ইনিংসেও কর্নওয়ালের উত্তর খুঁজছে আফগানিস্তান

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:47 বৃহস্পতিবার, 28 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌতে একমাত্র টেস্টে আফগানিস্তানের করা ১৮৭ রানের জবাবে ২৭৭ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেও স্বস্তিতে নেই আফগানরা। তারা ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে।

২ উইকেটে ৬৮ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ৯০ রানের লিড পেয়েছে মূলত শামার ব্রুক্সের সেঞ্চুরিতে। তিনি ২১৪ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডওরিচ ৪২ রানের ইনিংস খেলে।

আর কেউই বলার মতো রান করতে না পারলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৭৭ রানে। আফগানিস্তানের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন আমির হামজা। ৩টি উইকেট পেয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। ২টি উইকেট গেছে জহির খানের ঝুলিতে।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফগানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইব্রাহিম জাদরান এবং জাভেদ আহমদি। এই দুজনে যোগ করেন ৫৩ রান। ২৩ রান করা জাদরানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া রাকিম কর্নওয়াল।

এরপর ইহসানউল্লাহ মাত্র ১ রান করে রান আউট হয়েছেন। রহমত শাহ এবং আসগর আফগানকে রানের খাতাই খুলতে দেননি কর্নওয়াল। ১৫ রান করা নাসির জামালকে ফিরিয়েছেন রস্টন চেজ। এরপর ১ রান করা আমির হামজাকেও ফিরিয়েছেন তিনি।

শুরু থেকেই দেখে শুনে দারুণ খেলতে থাকা জাভেদকে দিনের শেষ বেলায় কর্নওয়ালের ক্যাচ বানিয়েছেন চেজ। ২ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তান প্রথম ইনিংসঃ ৬৮.৩ ওভারে ১৮৭/১০ (জাভেদ ৩৯, ইহসানউল্লাহ ২৪, জাজাই ৩২, হামজা ৩৪; কর্নওয়াল ৭/৭৫)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসঃ ৮৩.৩ ওভারে ২৭৭/১০ (আগের দিন ৬৮/২) (ক্যাম্পবেল ৫৫, ব্রুক্স ১১১, ডওরিচ ৪২; রশিদ ৩/১১৪, হামজা ৫/৭৪)

আফগানিস্তান দ্বিতীয় ইনিংসঃ ৩৬ ওভারে ১০৯/৭ (জাভেদ ৬২, জাদরান ২৩, জামাল ১৫; কর্নওয়াল ৩/৪১, চেজ ৩/১০)