অস্ট্রেলিয়া- পাকিস্তান সিরিজ

রাতের ঘুম ভালো করার প্রস্তুতি নিচ্ছেন স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:35 বৃহস্পতিবার, 28 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজে অসাধারণ পারফরম্যান্স করা স্টিভ স্মিথ পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে মাত্র চার রান করে আউট হন। অ্যাডিলেড টেস্টে তাই রানক্ষুধা বেড়ে গিয়েছে স্মিথের। দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচে রান করে শান্তিতে ঘুমাতে চান তিনি।

এই বিষয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন গণমাধ্যমকে বলেন, 'সে (স্মিথ) এমনই। সে কীভাবে রান পাবে এবং কীভাবে রাতে ভালোভাবে ঘুমাতে পারবে সেটা নিয়েই প্রস্তুত হচ্ছে। স্মিথ রান করতে চায় এবং রাতে শান্তিতে ঘুমাতে যেতে চায়। স্টিভের মতো হওয়া কারো জন্যেই সহজ নয়।'

ভালো ব্যাটিং করার তাড়না এবং রান ক্ষুধা থেকে নিজেকে কখনোই সরিয়ে রাখতে চান না সাবেক অজি অধিনায়ক স্মিথ। যে কারণে রান না পেলে নিজেকে শাস্তি দেন তিনি। আবার ভালো পারফর্ম করলে নিজেকে পুরস্কৃতও করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্রুত আউট হওয়ায় নিজের উপর ক্ষিপ্ত হন ৩০ বছর বয়সী স্মিথ। সিদ্ধান্ত নেন নিজেকে শাস্তি দেয়ার। তাই মাঠ থেকে বেরিয়ে টিম বাসে না চড়ে ৩ কিমিঃ পথ হেঁটে টিম হোটেলে যান টেস্ট ফরম্যাটের এক নম্বর এই ব্যাটসম্যান। আবার সেঞ্চুরি করলে চকলেট খেয়ে তা উদযাপন করেন তিনি।

টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে রেকর্ডগড়া ব্যাটিং আছে স্মিথের। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৬টি সেঞ্চুরিসহ ৩,১৮৪ রান করেছেন তিনি। গড় ৯৩.৬৪।

স্মিথের রেকর্ড নিয়ে কথা বলার সময় পেইন বলেন, 'তাঁকে যদি জিজ্ঞেস করা হয় কোন ইনিংসে বেশি ভালো করতে চায় তাহলে সে প্রথম ইনিংসকেই বেছে নেবেন। প্রথম ইনিংসে দলীয়ভাবে ভালো করলে অনেকটাই এগিয়ে থাকা যায়।'