পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

সব সিরিজ পাকিস্তানে আয়োজন করতে চায় পিসিবি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:27 বুধবার, 27 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের মাটিতে পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তোরজোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে আরব আমিরাতের পরিবর্তে নিজেদের দেশেই আন্তর্জাতিক সিরিজগুলো আয়োজন করতে চায় তারা। এরই মধ্যে পিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

২০০৯ সালে পাকিস্তান সফরে এসে সন্ত্রাসী হামলার মুখে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর থেকে পাকিস্তানে সফর করতে তেমন আগ্রহ প্রকাশ করেনি ক্রিকেট বিশ্বের বড় দলগুলো। 

তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দীর্ঘ দিন ধরে সিরিজ আয়োজন করে আসছিলো পিসিবি। এবার এই পরিস্থিতির পরিবর্তন আনতে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। 

কিছুদিন আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে সফলভাবে আতিথেয়তা দিয়েছে পিসিবি। তাই এবার তারা আশা করছে বাকি টেস্ট খেলুড়ে দেশগুলোও পাকিস্তান সফরে রাজি হবে। শুধু তাই নয়, সফরকারী দলগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিও জোর দেয়া হবে বলে জানিয়েছে পিসিবি।  

দীর্ঘ ১০ বছর পর আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১১ ডিসেম্বর। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ ডিসেম্বর। 

প্রথম এবং দ্বিতীয় টেস্টের ভেন্যু যথাক্রমে রাওয়ালপিন্ডি ও করাচি। এই সিরিজটিকে সামনে রেখে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতি গুরুত্ব দিয়েছে পিসিবি।