নিউজিল্যান্ড-ইংল্যান্ড

ছিটকে পড়লেন বোল্ট-গ্র্যান্ডহোম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:08 বুধবার, 27 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট থেকে ছিটকে পড়েছেন পেসার ট্রেন্ট বোল্ট এবং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। দুইজনকেই চোটের কারণে দলের বাইরে থাকতে হচ্ছে। গ্র্যান্ডহোমের পরিবর্তে নিউজিল্যান্ড টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডার্ল মিচেল।

মাউন্ট ম্যাঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন পাঁজরে চোট পান বোল্ট। ফলে মাত্র এক ওভার বোলিং করেই মাঠের বাইরে চলে যেতে হয় এই পেসারকে। পরদিনই চোটের জায়গায় স্ক্যান করানো হয়। রিপোর্টে হাড়ের কোনো চোট দেখা যায়নি। তবুও তাঁকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া সফরে বাঁহাতি এই পেসারকে সম্পূর্ণ ফিট পেতে চায় নিউজিল্যান্ড। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার বিমানে অলরাউন্ডার গ্র্যান্ডহোমকেও দেখতে চান দলটির বোলিং কোচ শেন জার্গেন্সন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তলপেটে চোট পান তিনি।

তিনি বলেন, 'যেটা হয়েছে এটাই ভালো। আশা করছি তারা বেশিদিন দলের বাইরে থাকবে না। আমরা তাদেরকে পার্থের বিমানে দেখতে চাই। তাই এই টেস্টে তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে এবং এই সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবে তারা।'

এদিকে বোল্ট ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় একাদশে দেখা যেতে পারে ম্যাট হেনরি বা লকি ফার্গুসনকে। দলে ডাক পাওয়া মিচেল এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। প্রথমবারের মতো এবার টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি।