ভারত-বাংলাদেশ সিরিজ

শঙ্কামুক্ত লিটন-নাঈম

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:53 মঙ্গলবার, 26 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় হেলমেটে বল লাগে লিটন দাস ও নাঈম হাসানের। ইনজুরিতে পড়ায় এরপর আর মাঠে নামা হয়নি দুজনের। মঙ্গলবার জানা গেল, এই দুজনের ইনজুরি অনেকটাই সেরে গিয়েছে।  

এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'প্রাথমিকভাবে ওরা মাথায় চোট পাওয়ার পর সেখানেই (কলকাতায়) দেখেছে। পরের সেখানকার স্থানীয় হাসপাতালে স্ক্যান করানো হয় দুজনকে। স্ক্যানের রিপোর্টে কোন রক্তপাত বা খারাপ কিছু পাওয়া যায়নি।

আইসিসির কিছু দিক নির্দেশনা আছে মাথায় চোট পেলে কী করণীয় সেই বিষয়ে। আঘাত লাগার দুই দিন পর ওরা স্বাভাবিকরূপে শারীরিকভাবে কাজ শুরু করতে পারে। এখন পর্যন্ত রিপোর্ট দেখে বলতে পারছি যে ওরা আশঙ্কামুক্ত।'

২৭ নভেম্বর রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফেরার পর বিসিবির প্রধান চিকিৎসকের শরণাপন্ন হবে লিটন ও নাঈম।

দেবাশীষ আরও বলেন, 'ওরা দেশে ফিরলে আমরা আবার ওদের দেখব। তবে সকলের সহযোগিতায় এতটুক বলতে পারি যে ওরা শঙ্কামুক্ত আছে।' 

লিটন ও নাঈমের ইনজুরিতে পড়ার ম্যাচটি ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এর আগের ইন্দোর টেস্টেও ইনিংস ব্যবধানে হারে মুমিনুলবাহিনী।