বাংলাদেশ-ভারত সিরিজ

র‍্যাংকিংয়ে উন্নতি মুশফিক-লিটনের

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:21 মঙ্গলবার, 26 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে দুঃস্বপ্নের একটি টেস্ট সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে তাদের।

অবশ্য বাংলাদেশ দল হারলেও টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিয়ে উন্নতি হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। 

কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করার সুবাদে চার ধাপ উন্নতি হয়েছে মুশফিকের। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে তাঁর অবস্থান এখন ২৬ নম্বরে।

উন্নতি হয়েছে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসেরও। ৮ ধাপ এগিয়ে ৭৮ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। 

এদিকে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের। ইন্দোরে ২৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা এই ডানহাতি প্রথমবারের মতো উঠে এসেছেন র‍্যাংকিংয়ের দশ নম্বরে। 

কলকাতা টেস্টে সেঞ্চুরি করা অধিনায়ক বিরাট কোহলি দুই নম্বরে থাকলেও তাঁর রেটিং পয়েন্ট বেড়েছে। ৯৩১ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথের সঙ্গে কোহলির পয়েন্টের ব্যবধান এখন মাত্র ৩। 

ব্যাটসম্যানদের পাশাপাশি উন্নতি হয়েছে বোলারদেরও। বাংলাদেশের বিপক্ষে বল হাতে তান্ডব সৃষ্টি করা দুই পেসার ইশান্ত শর্মা এবং উমেশ যাদব ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন। ৭১৬ পয়েন্ট নিয়ে ইশান্ত ১৭তে এবং ৬৭২ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে আছেন উমেশ।