সিরিজ সূচি

বাংলাদেশের পরবর্তী সিরিজ সূচি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:19 মঙ্গলবার, 26 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ভারত সফর শেষে আন্তর্জাতিক ক্রিকেটে এক মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। এরপর আগামী বছরের শুরু থেকে আবারো ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়তে হবে তাদের। ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে ২টি টেস্ট এবং ৩টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দেশ ছাড়বে তামিম, মুশফিকরা।

এরপর মার্চে একটি টেস্ট এবং ৫ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। পরের মাসে অর্থাৎ মেতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। 

বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে এরপরের মাসেই ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রায় এক মাস বিরতির পর অগাস্টে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হতে হবে বাংলাদেশকে। ৩টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে তারা। 

সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এই সফরে ২টি টেস্ট খেলবে তারা। একই মাসে এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করতে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তামিমরা। ডিসেম্বরে ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। 

বাংলাদেশের ২০২০ সালের ক্রিকেট সূচিঃ 

জানুয়ারিঃ বাংলাদেশের পাকিস্তান সফর (২টি টেস্ট, ৩ টি-টোয়েন্টি)

মার্চঃ জিম্বাবুয়ের বাংলাদেশ সফর (একটি টেস্ট, ৫ টি টোয়েন্টি)

মেঃ বাংলাদেশের আয়ারল্যান্ড সফর (একটি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি) 

জুনঃ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (২টি টেস্ট) 

অগাস্টঃ বাংলাদেশের শ্রীলঙ্কা সফর (৩টি টেস্ট) 

সেপ্টেম্বরঃ নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর (২টি টেস্ট) 

সেপ্টেম্বর-অক্টোবরঃ এশিয়া কাপ 

অক্টোবরঃ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (৩ টি-টোয়েন্টি)

ডিসেম্বরঃ শ্রীলঙ্কার বাংলাদেশ সফর (৩টি ওয়ানডে)