আফগানিস্তান- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

চতুর্থ টেস্টে রশিদদের প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:24 মঙ্গলবার, 26 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বুধবার (২৭ নভেম্বর) সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের লক্ষ্ণৌতে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় রশিদ খানের আফগানিস্তান। মানসিকভাবে তাই এগিয়ে থাকবে দলটি।

স্বাগতিক ভূমিকায় থাকা রশিদ খানদের মানসিকভাবে এগিয়ে থাকার আরেকটি কারণ টেস্ট সিরিজে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। কিছুদিন আগেই বাংলাদেশের মাটিতে বড় ব্যবধানে জয় পায় তারা।

অপরদিকে টি-টোয়েন্টি সিরিজ হারের পর স্বাভাবিকভাবেই হতাশ ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়াও শেষবার নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ হারের কারণে টেস্ট মানসিকতায় কিছুটা পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী মাসেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজের আগে তাই এই ম্যাচটিকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখবে জেসন হোল্ডারের দল। 

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র তিনটি ম্যাচ খেলেছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিসহ মোট দুটি জয় পায় তারা।

আফগানিস্তান টেস্ট স্কোয়াডঃ রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, ইহসানুল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদী, রহমত শাহ্‌, করিম জানাত, কাইস আহমেদ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আফসার জাজাই, নাসির জামাল, জহির খান, ইয়ামিন আহমেদজাই, হামজা হতাক ও নিজাত মাসুদ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াডঃ জেসন হোল্ডার (অধিনায়ক), শেই হোপ, জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্র্যাথওয়েট, শিমরন হেটমায়ার, শামার্থ ব্রুকস, রস্টন চেজ, শেন ডাওরিচ, সুনীল অ্যামব্রিস, জোমেল ওয়ারিক্যান, রাহকিম কর্নওয়েল, কেমার রোচ, কিমো পল ও আলজারি জোসেফ।