ভারত-বাংলাদেশ সিরিজ

টেস্ট ক্রিকেটে উন্নতির লক্ষ্যে দুটি পরিকল্পনা বিসিবির

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:19 সোমবার, 25 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

টেস্ট ক্রিকেটে উন্নতি করার লক্ষ্যে দুটি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পরিকল্পনাগুলো কি হতে যাচ্ছে এই ব্যাপারে এখনই মুখ খোলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক মনে করেন, একটি স্বল্পমেয়াদি এবং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করার ফলে পাল্টে যাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দৃশ্যপট।

সোমবার গণমাধ্যমকে পাপন বলেন, 'আমরা সত্যি সত্যি দুটি পরিকল্পনা করেছি এবার। আপনারা এটা দুই-তিন মাসের মধ্যে দেখবেন।

টেস্ট ক্রিকেটে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা নিয়েছি আমরা। স্বল্প সময়ের জন্যেও করেছি। আমার মনে হয় এটা কাজে দেবে।'

আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট হারের পর বাংলাদেশ দলের মানসিকতায় পরিবর্তন আসবে বলে আশা করেছিলেন পাপন। মানসিকতায় পরিবর্তন তো আসেইনি, উপরন্তু ভারতে দুটি টেস্ট ম্যাচই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এবার তাই টেস্ট ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন পাপন, 'সমস্যা তো আছে অবশ্যই। এটা তো আমরা জানি না তা না। আমরা ভেবেছিলাম এতদিনে কিছু পরিবর্তন আসবে কিন্তু আসেনি। এখন আমরা নতুন করে ভাবছি টেস্ট নিয়ে।'