ইংল্যান্ড-নিউজিল্যান্ড

হ্যামিল্টন টেস্টে বোল্টকে নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:12 সোমবার, 25 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

হ্যামিল্টন টেস্টে নাও খেলা হতে পারে ট্রেন্ট বোল্টের। পাজরে চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে শঙ্কায় আছে নিউজিল্যান্ড। 

সোমবার (২৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিন এই চোট পান বোল্ট। ফলে মাত্র এক ওভার বোলিং করার মাঠের বাইরে চলে যেতে হয় এই পেসারকে।

মঙ্গলবার চোটের জায়গায় স্ক্যান করেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিততে মাঠে নামবে স্বাগতিকরা।

এদিকে বোল্ট ছিটকে গেলে তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ম্যাট হেনরি বা লকি ফার্গুসনকে। চোট যদি গুরুতর না হয় সেক্ষেত্রেও বিশ্রাম পেতে পারেন বাঁহাতি এই পেসার।

কারণ এই সিরিজ শেষে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। যে কারণে বোল্টকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। 

২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় বোল্টের। যার মধ্যে দলের ৭০ টেস্টের মাত্র ৬টিতে মাঠের বাইরে ছিলেন তিনি। আর ২০১৬ সালের পর মাত্র তিনটি টেস্টে খেলা হয়নি তাঁর।