ভারত-বাংলাদেশ সিরিজ

কেউ বলবে না মুশফিক-মুস্তাফিজদের সামর্থ্য নেইঃ গাঙ্গুলি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:04 রবিবার, 24 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে হারার পরও বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি মনে করেন বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি বেশ ভালো খেলে। টেস্টে ভালো করতে একটু সাহস দরকার বাংলাদেশের ব্যাটসম্যানদের।

গাঙ্গুলির মতে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তামিম ইকবালদের সামর্থ্যে অভাব আছে এমনটা কেউ বলতে পারবেন না। তাদের সামর্থ্য এবং স্কিল দুটোই আছে। বাংলাদেশের বিপক্ষে যখন বিরাট কোহলি ব্যাট করেন, তখনও বাংলাদেশের প্রতিটি বল ভয়ঙ্কর মনে হয় তাঁর কাছে।

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, 'ওয়ানডে, টি-টোয়েন্টি ভাল খেলে। টেস্ট ক্রিকেট হচ্ছে বেস্ট ফর্ম অব ক্রিকেট। একটু জোরে বল (পেস) খেলার জন্য সাহস । অ্যাবিলিটি আছে, স্কিল আছে। কেউ দেখে বলবে না মুশফিক,মাহামুদউল্লাহ, তামিম, সাকিবের অ্যাবিলিটি নাই। মুস্তাফিজের অ্যাবিলিটি আছে। বিরাট কোহলি যখন ব্যাট করে,তখন মনে হয় এভরি বল ইজ লাইফ এন্ড ডেথ।'

ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের ভারতের বিস্তর তফাত রয়েছে বলে মনে করেন গাঙ্গুলি। ভারত অনেক বড় দেশ তাই এখানে অনেক মান সম্পন্ন ক্রিকেটার আছেন। ছোটো ছোটো ছেলেদের মাঝেও ক্রিকেটের উন্মাদনা আছে বলে মনে করেন তিনি। এ কারণেই ভারতের ক্রিকেটারদের মানসিকতা ভিন্ন ধরনের বলে বিশ্বাস বিসিসিআই সভাপতির।

গাঙ্গুলি বলেছেন, 'ভারত আলাদা, এতো বড় দেশ, এতো প্লেয়ার কোয়ালিটি ক্রিকেটার। এখানে ক্রিকেট কখনোই কমবে না, বাড়বে। ছোট ছেলেদের ক্রিকেট খেলার উন্মাদনা না দেখে বিশ্বাস করা যাবে না। ভারতবর্ষ দেশ হিসেবে পাল্টে গেছে। মাইন্ড সেট এখানে অন্যধরনের।'