ভারত সফর

সংগ্রাম মানুষকে ভালো জায়গায় নিয়ে যায়ঃ মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:53 রবিবার, 24 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের মমিনুল আর বাংলাদেশের বাইরের মুমিনুলের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটিং গড় ঘরের মাঠে যেখানে ৫৫.৩৩ সেখানে বিদেশের মাটিতে তা এর অর্ধেকেরও কম। কিন্তু ব্যাটিং গড় নিয়ে মাথা ঘামাতে নারাজ মুমিনুল। বাংলাদেশের এই অধিনায়ক জানালেন, সংগ্রাম করে ভালো অবস্থানে যাবেন।

মুমিনুল মনে করেন, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে মানুষ নিজেকে আরও ভালো জায়গায় নিতে যেতে পারে। সামনে বাংলাদেশের অনেক টেস্ট রয়েছে তাই এখনই নেতিবাচক কিছু ভাবতে চাচ্ছেন না টপ অর্ডার এই ব্যাটসম্যান।

টেস্ট ক্যারিয়ারে ৮টি সেঞ্চুরি আছে মুমিনুলের। সবকটি ঘরের মাঠে। যার মধ্যে ৬টি আছে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। যেখানে তার ব্যাটিং গড় প্রায় ৭৬। নিজের ব্যাটিং গড় নিয়ে মমিনুল বলেন, `দেখুন গড় নিয়ে আমি এত বেশি মাথা ঘামানোর চিন্তা করছি না। 

`দলের হতাশাজনক ফলাফল হয়েছে। আর যখন হতাশাজনক ফলাফল হয় তখন সবারই খারাপ লাগে এটাই স্বাভাবিক। আমি হয়তো এখন সংগ্রাম করছি। তবে সংগ্রাম মানুষকে ভালো জায়গায় নিয়ে যায়। আমার মনে হয় সামনে ভালো হবে।`

কলকাতায় দিবারাত্রি টেস্টে ভারতের বিপক্ষে নতুন বলে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১৫ ওভারের মধ্যে সাজঘরে ফিরেছেন ৫ ব্যাটসম্যান, দ্বিতীয় ইনিংসে ৭ ওভারের মধ্যে ফিরেছেন ৪জন।

নতুন বলে সুবিধা করতে না পারা ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুল হক আছেন নিজেও। দুই ইনিংসেই ফিরেছেন ০ রানে। তবে ব্যাটসম্যানদের খারাপ খেলার পেছনে টেকনিকের কোন সমস্যা দেখছেন না মুমিনুল।

অধিনায়ক আরও বলেন, `আমার কাছে তেমন টেকনিক্যাল ইস্যু ধরা পড়েনি। টেকনিক্যাল ব্যাপারে অবশ্য সবসময় বলা যায় না, তবে সবাইকে এক্ষেত্রে উন্নতি করতে হবে। সেটা টেকনিক্যাল বা ট্যাক্টিক্যাল সবজায়গায়।`