পিঙ্ক বল টেস্ট

পরাজিতরা অজুহাত দেয়, আমি দিচ্ছি নাঃ মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:05 রবিবার, 24 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অভিষেক হয় অধিনায়ক মুমিনুল হকের। কিন্তু অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজেই হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবতে হয়েছে তাঁকে। সিরিজের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুলবাহিনী। ইডেন গার্ডেন্সে দিবারাত্রি টেস্টে মাত্র আড়াই দিনেই লজ্জাজনক হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। তবে, এমন হারের জন্য পেশাদার ক্রিকেটার হিসেবে কোনো অজুহাত দিতে নারাজ এই কাপ্তান। 

কলকাতায় ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলে বাংলাদেশ খেলেছে মাত্র ৭১.৪ ওভার। শেষ টেস্টে হেরেছে ইনিংস এবং ৪৬ রানে। এমন হারের জন্য দল হিসেবে ভালো খেলতে না পারাকে দায়ী করছেন মুমিনুল।

সেই সঙ্গে দলের ব্যাটসম্যানরা জুটি গড়তে ব্যর্থ হয়েছে বলে জানান এই টপ অর্ডার ব্যাটসম্যান। দল যে বাজে ব্যাটিং করেছে সেটাও সংবাদ সম্মেলনে শিকার করে নিয়েছেন এই কাপ্তান।

মুমিনুল বলেন, `দেখুন একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এখানে অজুহাত দেয়ার কোনো মানেই হয় না। মানে আমি কোনো অজুহাত দিচ্ছি না যে এটার কারণে এটা হয়নি। পরাজিতরা অজুহাত দেয়, তবে আমি দিচ্ছি না।

`আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি, এমনকি একটি জুটিও গড়তে পারিনি। আপনারা দেখবেন যে রিয়াদ এবং মুশফিক ভাই কাল বেশ ভালো একটি জুটি গড়েছিল। এভাবে ছোট ছোটভাবে যদি জুটি হতো তাহলে হয়তো আমরা লুফে নিতে করতে পারতাম ব্যাপারগুলো। আমরা খুব বাজে ব্যাটিং করেছি।`

ভারতের মাটিতে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এরপর সাদা পোশাকের লড়াইয়ে প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি মুমিনুলবাহিনী।

এই সিরিজ দিয়ে বাংলাদেশ অনেক কিছু শিখবে বলে আশাবাদী মুমিনুল। যে শিক্ষা ভবিষ্যতে দলের জন্য কাজে লাগবে বলে জানান তিনি। মুমিনুল আরও বলেন, `এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। 

`এই বলের বিরুদ্ধে আপনি কিভাবে খেললেন কিংবা পরবর্তীতে কিভাবে প্রস্তুতি নিবেন এসব। আমার কাছে মনে হয় দল হিসেবে সবাই ঐ শিক্ষাটা নিবে। এই শিক্ষাটা পরবর্তী এক বছর কিংবা দুই বছর বা পরের সিরিজে কাজে দিবে।`