পিঙ্ক বল টেস্ট

ইডেনে জুয়াড়ি সন্দেহে আটক ৫জন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:46 রবিবার, 24 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

কলকাতার ইডেন গার্ডেন্স থেকে ৫ জুয়ড়িকে আটক করেছে কলকাতা পুলিশ। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দিবারাত্রি টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে বেটিং করা অবস্থায় আটক করা হয় তাদের। 

কলকাতা পুলিশ জানায়, দর্শক হিসেবে খেলা দেখতে এসেছিলেন তিন বুকি। সেসময় মোবাইল ফোনে লেনদেন করছিলেন তারা। বিষয়টি পুলিশের নজরে পরলে সন্দেহভাজন হিসেবে তখনই তাদের আটক করা হয়।

জুয়াড়িদের মধ্যে দুজন মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা। আর একজনের বাড়ি রাজস্থানে। মাঠ থেকে তিনজনকে গ্রেপ্তার করে জেরা করার পর কলকাতার জোড়াবাগান থানা এলাকার সদর স্ট্রিটের একটি হোটেলে হানা দেয় পুলিশ।

সেখান থেকে আটক করা হয় আরও দুজনকে। তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, নোটবুক এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। এক লক্ষ চল্লিশ হাজার রুপিও তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। 

কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়, `গোপন তথ্য পেয়ে শুক্রবার সন্ধায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা ক্রিকেট বেটিং অ্যাপ ব্যবহার করে জুয়ার কারবার চালাচ্ছিল। সে সময় আমাদের সন্দেহ হয় বিষয়টি।` 

গ্রেপ্তার হওয়া জুয়াড়িরা হলেন শম্ভু দায়াল, মুকেশ গারে, চেতন শর্মা। এদের তিনজনকে মাঠের ভেতর থেকে আটক করা হয়। পরবর্তীতে অভিষেক শর্মা এবং আইয়ুব আলীকেও আটক করে পুলিশ।