ভারত-বাংলাদেশ সিরিজ

মুশফিক কেন পাঁচে, প্রশ্ন হার্শার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:50 রবিবার, 24 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ দুই ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসান না থাকায় মুশফিকের কাঁধে ছিল বাড়তি দায়িত্ব। অভিজ্ঞতার বিচারে সাকিবের অবর্তমানে তাকেই চার নম্বরে খেলার কথা ছিল।

যদিও ভারতের বিপক্ষে দুই টেস্টেই তাঁকে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা গেছে। মুশফিক নিজেকে পাঁচ নম্বরের জন্য সেরা ভাবলেও তাতে দলের কি লাভ হচ্ছে সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি মুশফিককে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের সঙ্গে তুলনা করেছেন।

হার্শা লিখেছেন, 'মুশফিকুর রহিম হয়তো মিসবাহর মতো। সেও মনে করে ৫ নম্বরই তার জন্য সেরা। তবে দলের জন্য কি সেরা এটি?'

ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে ৪৩ এবং ৬৪ রান করেছিলেন মুশফিক। কলকাতায় দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে পাঁচ নম্বরে নেমে দলের হাল ধরেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গড়েন ৬৯ রানের জুটি।

মাহমুদউল্লাহ ৩৯ করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেও তিনি একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৭৪ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকেই এসেছে গোলাপি বলে বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পরও তাঁর পাঁচ নম্বরে খেলা নিয়ে সমালোচনা বন্ধ হচ্ছে না।