ভারত সফর

শুরুতেই এবাদতের বিদায়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:42 রবিবার, 24 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩০.৩ ওভারে ১০৬/১০ (সাদমান ইসলাম ২৯, লিটন ২৪ রিটায়ার্ড হার্ট; ইশান্ত ৫/২২)।

ভারত প্রথম ইনিংসঃ ৮৯.৪ ওভারে ৩৪৭/৯ ডিঃ (কোহলি ১৩৬, পূজারা ৫৫, রাহানে ৫১; আল আমিন ৩/৮৫, এবাদত ৩/৯)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ৩৪.১ ওভারে ১৫২/৭ (মুশফিক ৫৯*, আল-আমিন ০* ইশান্ত ৪/৩৯, উমেশ ২/৪০)।

শুরুতেই এবাদতের বিদায়ঃ 

৬ উইকেটে ১৫২ রানে খেলা শুরু করার পর দিনের শুরুতেই উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। ৩৫তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই এবাদত হোসেনকে থার্ড স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান উমেশ যাদব। ফলে কোনো রান যোগ করার আগেই আউট হন তিনি।  

এর আগে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। ২৪১ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

১৫২ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে মুমিনুল হকের দল। দিন শেষে ৫৯ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় ৩৯ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় দিন তিনি ব্যাটিংয়ে নামবেন কিনা তা এখনও জানা যায়নি।