ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

ওয়াটলিংয়ের ডাবল সেঞ্চুরির পর স্যান্টনারের তান্ডব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:48 রবিবার, 24 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট ম্যাঙ্গানুইতে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে বেশ সুবিধাজনক অবস্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে জো রুটদের চেয়ে ২০৭ রানে এগিয়ে আছে তারা। ইনিংস ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে ৭ উইকেট প্রয়োজন কেন উইলিয়াসনের দলটির। 

ম্যাঙ্গানুই টেস্টের চতুর্থ দিন ৬ উইকেটে ৩৯৪ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। এরপর খেলতে নেমে আগের দিনের সেঞ্চুরিয়ান বিজে ওয়াটলিং তুলে নেন দুর্দান্ত একটি ডাবল সেঞ্চুরি। জফরা আর্চারের বলে জস বাটলারের হাতে ক্যাচ দেয়ার আগে ২০৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

দলীয় ৬০৩ রানের মাথায় ওয়াটলিং বিদায় নেয়ার কিছুক্ষণ পরেই ৯ উইকেটে ৬১৫ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ওয়াটলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছেন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ১২৬ রানের কার্যকরী ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। 

ইংল্যান্ডের হয়ে ১১৯ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন স্যাম কারান। এছাড়াও ২টি করে উইকেট নেন জ্যাক লিচ এবং বেন স্টোকস। নিউজিল্যান্ডের চেয়ে ২৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে তারা। ৩টি উইকেটই তুলে নেন মিচেল স্যান্টনার।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড বোলারদের তোপে ৩৫৩ রানে গুটিয়ে যায় জো রুটের দল। ৮৮ রানে ৪ উইকেট শিকার করেন পেসার টিম সাউদি। 

৯০ রানে ৩ উইকেট নেন নিল ওয়েগনার। এছাড়া ২টি উইকেট পেয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯১ রান করেন অলরাউন্ডার বেন স্টোকস। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান আসে ওপেনার রোরি বার্নসের ব্যাট থেকে। 

সংক্ষিপ্ত স্কোরঃ (চতুর্থ দিন শেষে)

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ১২৪ ওভারে ৩৫৩/১০ (স্টোকস ৯১, ডেনলি ৭৪; সাউদি ৪/৮৮, ওয়েগনার ৩/৯০)

নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ২০১ ওভারে ৬১৫/৯ (ওয়াটলিং ২০৫, স্যান্টনার ১২৬; স্টোকস ২/৭৪, কারান ৩/১১৯)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ২৭.৪ ওভারে ৫৫/৩  (ডেনলি ৭*, রুট ০*; স্যান্টনার ৩/৬)