এনসিএল

জাতীয় লিগে প্রথমবার সেরা রাজ্জাক

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:23 বুধবার, 20 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাঁচ ম্যাচে হাত ঘুরিয়েছেন মাত্র নয় ইনিংসে। শেষ রাউন্ডে শিরোপাজয়ী খুলনা  বিভাগের হয়ে মাঠেও নামেননি তিনি। তবুও ১৯.৬৭ গড়ে ৩১টি উইকেট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারি আব্দুর রাজ্জাক।

প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ছয়শ'র বেশি উইকেট আছে অভিজ্ঞ এই স্পিনারের। তবুও জাতীয় লিগে এর আগে কখনই সর্বোচ্চ উইকেট শিকারি হননি বাঁহাতি এই স্পিনার। এবারই প্রথমবারের মতো এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি।

রাজ্জাক পাঁচ উইকেট নিয়েছেন দুবার। দশ উইকেট নিয়েছেন একবার। ম্যাচ সেরা বোলিং ফিগার ১৪০ রান খরচায় ১২ উইকেট। শেষ রাউন্ডে সিলেট বিভাগের রুয়েল মিয়া অসাধারণ বোলিং না করলে রাজ্জাকের এই বোলিংই এবারের জাতীয় লিগের সেরা বোলিং ফিগার হয়ে থাকতো। রুয়েলে মাত্র ৬৫ রানে ১৩টি উইকেট নিয়েছেন।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৩৭ বছর বয়সী রাজ্জাকের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রাম বিভাগের ডানহাতি পেসার ইরফান হোসেন। ২৩ বছর বয়সী ইরফান চার ম্যাচে ছয় ইনিংসে ১৪.৩১ গড়ে নিয়েছেন ১৯টি উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন দুবার।

তালিকার তৃতীয় স্থানে আছেন ঢাকা বিভাগের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। ছয় ম্যাচে ১১ ইনিংসে ১৮টি উইকেট নিয়েছেন অপু। পাঁচ উইকেট পেয়েছেন একবার।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তাসকিন আহমেদ ও সালাউদ্দিন শাকিল- দুজনই ১৭টি করে উইকেট নিয়েছেন। ঢাকা মেট্রোর ২৪ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার তাসকিন চার ম্যাচে সাত ইনিংস বোলিং করেছেন।

অপরদিকে ঢাকা বিভাগের বাঁহাতি পেসার সালাউদ্দিন পাঁচ ম্যাচে নয় ইনিংস বোলিং করেছেন। দুজনের কেউই পাঁচ উইকেট করে নিতে পারেননি।