জাতীয় লিগ

চ্যাম্পিয়ন খুলনা, প্রথম স্তরে জায়গা করে নিল সিলেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:54 মঙ্গলবার, 19 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

মঙ্গলবার (১৯ নভেম্বর) শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। সপ্তমবারের মতো দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসরের শিরোপা ঘরে তুলল খুলনা। যা জাতীয় ক্রিকেট লিগের ইতিহাসে সর্বোচ্চ।

জাতীয় লিগের এবারের আসরে বাজে পারফরম্যান্স করে প্রথম স্তরের জায়গা হারিয়েছে গতবারের শিরোপা জয়ী দল রাজশাহী বিভাগ। দ্বিতীয় স্তরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম স্তরে জায়গা করে নিয়েছে সিলেট বিভাগ।

প্রথম স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বিজয়ী দল খুলনা। ৬ ম্যাচে ৩ জয় এবং ৩ ড্রয়ে ৩৯.৮১ পয়েন্ট দলটির। প্রথম স্তরের জায়গা ধরে রেখেছে ঢাকা বিভাগ। ২৪.৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। একটিতে জয়, একটিতে হার এবং ৪টি ম্যাচ ড্র করেছে ঢাকা।

তৃতীয় স্থানে আছে রংপুর বিভাগ। ৬ ম্যাচের মধ্যে একটিতে জয়, দুটিতে হার এবং ৩টিতে ড্র করেছে তারা। আসর শেষে রংপুরের পয়েন্ট ২১.৪৬। প্রথম স্তরের জায়গা হারানো রাজশাহীর পয়েন্ট ১৮.৬৫। একটি ম্যাচ জয়, ৩টিতে হার এবং ২টি ম্যাচ ড্র করেছে তারা।

দ্বিতীয় স্তরে ৩৬.০৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিলেট। ৬ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে তারা। ২টিতে হার এবং একটি ম্যাচ ড্র করেছে সিলেট। এই স্তরে দ্বিতীয় স্থানে আছে ঢাকা মেট্রো। ৬ ম্যাচে এক জয়, এক হার এবং ৪ ড্রয়ে ২৫.৭৯ পয়েন্ট তাদের।

তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। বরিশাল একটি ম্যাচ জিতেছে এবং একটিতে হেরেছে। বাকি ৪টি ম্যাচ ড্র করেছে তারা। দলটির পয়েন্ট ২১.৩৫। তলানিতে থাকা চট্টগ্রামের পয়েন্ট ২০.৯২। তারা একটিতে জিতেছে, হেরেছে দুটিতে এবং ড্র করেছে ৩টি ম্যাচ।