জাতীয় লিগ

ড্র দিয়ে জাতীয় লিগ শেষ করল বরিশাল- ঢাকা মেট্রো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:04 মঙ্গলবার, 19 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ড্র দিয়ে শেষ হয়েছে বরিশাল এবং ঢাকা মেট্রোর মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচ। রান বন্যার ম্যাচটি চতুর্থ দিন পর্যন্ত গড়ালেও ম্যাচের ফলাফল বের হয়নি। দ্বিতীয় স্তরের ম্যাচটি ড্র হওয়ায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে ৪১৪ রান করে স্বাগতিক দল। ফজলে রাব্বি দলের হয়ে ১৪১ রানের ইনিংস খেলেন। এরপর নিজেদের প্রথম ইনিংসে শামসুর রহমান এবং মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে ৪৬৬ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো।

৫২ রানের লিড পায় তারা। বরিশাল বিভাগ নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৯ রান নিলে ঢাকার মেট্রো সামনে ২১৮ রানের লক্ষ্য দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে বরিশালের হয়ে দারুণ ব্যাটিংশৈলী দেখিয়েছেন মঈন খান এবং ফজলে রাব্বি।

ঢাকা মেট্রোর হয়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। রান তাড়ায় চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো।

মাত্র ৫ ওভার ব্যাটিং করে ১৯ রান নেয়ার পর ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচ রেফারি।

সংক্ষিপ্ত স্কোরঃ

বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ১০৮.২ ওভারে ৪১৪/১০ (ফজলে রাব্বি ১৪১, মঈন ৭৫; তাসকিন ৪/৬৭, আসিফ ৩/১০৬)।

ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ১৪০.৩ ওভারে ৪৬৬/১০ (শামসুর ১০৩, মার্শাল ১০৯; সোহাগ গাজী ৩/৯৮, মনির ২/১২৮)।

বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৮৪ ওভারে ২৬৯/১০ (মঈন ৮০, ফজলে রাব্বি ৭৫; আরাফাত সানি ৫/৮৫, তাসকিন ৩/৪১)।

ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ৫ ওভারে ১৯/১ (আজমির ১০, সৈকত ৮; কামরুল ১/১২)।