জাতীয় লিগ

জাতীয় লিগের সপ্তম শিরোপা জিতল খুলনা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 16:08 মঙ্গলবার, 19 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারিয়ে এবারের আসরের শিরোপা জিতেছে খুলনা বিভাগ। এর ফলে সপ্তমবারের মতো জাতীয় লিগের শিরোপা ঘরে তুলেছে আব্দুর রাজ্জাকের দল।

৬ ম্যাচে ৩ জয় এবং ৩ ড্রতে ৩৯.৮১ পয়েন্ট নিয়ে জাতীয় লিগ শেষ করেছে দলটি। ১ জয়, ১ হার এবং ৩ ড্রতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ঢাকা বিভাগ। ঢাকার করা ২৭৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৯ রানে অল আউট হয় খুলনা বিভাগ।

১০০ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা বিভাগ। তারা দলীয় ১০ রানের মধ্যেই উপরের সারির ৪ ব্যাটসম্যানকে হারায়। পঞ্চম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন রকিবুল হাসান এবং শুভাগত হোম। শুভাগত ৪২ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

অভিজ্ঞ এই অলরাউন্ডার ফিরলেও রকিবুলকে দারুণ সঙ্গ দিয়ে দিন শেষ করেন মোহাম্মদ আরাফাত। তৃতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১০২ রান। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ আরাফাত। তিনি আউট হন ৫৩ রান করে।

আরেক ব্যাটসম্যান রকিবুল হাসান ৯৯ রান করে হন রান আউটের শিকার। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার লোয়ার অর্ডার। শেষ দুই ব্যাটসম্যানই শূন্য রানে ফেরেন।

শহীদ থাকেন ০ রানে অপরাজিত। শাহাদাত হোসেন সতীর্থ্য আরাফাতের গায়ে হাত তুলে নিষিদ্ধ হয়েছেন। তাই ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। এর ফলে ঢাকার ইনিংস থামে ২১৬ রানে। খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৭ রানের।

মামুলি লক্ষ্য পেয়ে শুরুটা ভালো হয়নি খুলনার। তাঁরা দলীয় ৩ রানে হারায় রবিউল ইসলামের (২) উইকেট। দ্বিতীয় উইকেটে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এনামুল হক বিজয় এবং আমিত মজুমদার। এনামুল ৭৯ রানে অপরাজিত থাকেন। অমিতের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৩ রান। 

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ৯৩.১ ওভারে ২৭৯ (মজিদ ৬৬, তাইবুর ১১০, শুভাগত ৬০; হালিম ৫/২৭, জিয়াউর ৪/২৪)

খুলনা ১ম ইনিংস: ১২৮ ওভারে ৩৭৯/১০ (আগের দিন ২৫২/৩) (রবি ৪৫, এনামুল ৫০, অমিত ২১, তুষার ৮২, নুরুল ১৫০*; শুভাগত ৫/৪৬)

ঢাকা ২য় ইনিংস: ৮৬.৫ ওভারে ২১৬/১০ (আগের দিন ১০২/৫) (রকিবুল ৯৯, শুভাগত ৪২, আরাফাত ৫৩; জিয়াউর ৫/৪৪, নাহিদুল ২/৭৪)

খুলনা ২য় ইনিংস: ২৫.৪ ওভারে ১১৭/১ (এনামুল ৭৯*, অমিত ৩৩*; নাজমুল ১/৪৯)