জাতীয় লিগ

মারামারির ঘটনা শুরু করেছিলেন শহীদ!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:02 মঙ্গলবার, 19 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে মারধর করে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ঢাকা বিভাগের পেসার শাহাদাত হোসেন। এই মারামারির ঘটনার সূত্রপাত হয় ঢাকার আরেক পেসার মোহাম্মদ শহীদকে দিয়ে!

খুলনায় জাতীয় লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিন সানিকে মাঠেই চড়-থাপ্পর দিয়ে বসেন শাহাদাত। বল ঘষে উজ্জ্বল করা নিয়ে সানির ওপর ক্ষেপে যান ঢাকা বিভাগের এই পেসার।

পরবর্তীতে জানা যায়, সানির সঙ্গে বল উজ্জ্বল করা নিয়ে প্রথমে বাকবিতণ্ডায় জড়ান শহীদ। এক পর্যায়ে তরুণ এই অফ স্পিনারকে ধাক্কা দিয়ে বসেন তিনি। এরপরই সানির ওপর চড়াও হন শাহাদাত। শুরু করেন চড়-থাপ্পর।

আম্পায়াররা শাহাদাতকে টেনে সরিয়ে নেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত দলের বাকি সদস্যরা তাঁকে টেনে মাঠের বাইরে নিয়ে যান। এই ঘটনার জন্য শাহাদাত নিষিদ্ধ হলেও শহীদের ধাক্কা দেয়ার ঘটনা নজর এড়ায়নি আম্পয়ারদের।

আচরণবিধির লেভেল ২ ভঙ্গ করায় ইতোমধ্যে শহীদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিসিবির টেকনিক্যাল কমিটির কাছে এই পেসারের ব্যাপারে প্রতিবেদনও জমা দিয়েছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ। আরও বড় শাস্তির সম্মুখীন হতে পারেন শহীদ!

শৃঙ্খলা ভঙ্গের পুরনো ইতিহাস রয়েছে শহীদের। তাঁর বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছিল। অভিযোগ নিয়ে বিসিবির কাছেও এসেছিলেন তাঁর স্ত্রী।