এনসিএল

শামসুর-মার্শালের সেঞ্চুরিতে এগিয়ে থাকল মেট্রো

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:07 সোমবার, 18 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

শামসুর রহমান শুভ এবং মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে এগিয়ে থাকল ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরের ম্যাচটিতে প্রথম ইনিংসে বরিশালের করা ৪১৪ রানের জবাবে ম্যাচের তৃতীয় দিনে ঢাকা মেট্রো থেমেছে ৪৬৬ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে তিন উইকেটে ৩০ রান করেছে বরিশাল। দলটি মেট্রো থেকে ২২ রানে পিছিয়ে আছে।

বরিশালের হয়ে ম্যাচের শেষ দিন শুরু করবেন ফজলে রাব্বি (১৯*) এবং নুরুজ্জামান (১*)। শাহরিয়ার নাফিস (৯), আবু সায়েম (১) ও শামসুল ইসলাম (০) ব্যর্থ হয়ে ফিরেছেন।

মেট্রোর হয়ে আরাফাত সানি নেন দুই উইকেট, তাসকিন আহমেদের শিকার এক উইকেট। ম্যাচে মাত্র এক দিন বাকি আছে। এক্ষেত্রে নিষ্প্রাণ ড্র'য়ের দিকেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা ম্যাচটির।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে আগের দিন অপরাজিত ছিলেন শামসুর ও মার্শাল। দুজনেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। তৃতীয় দিন সকালে ঠিকমতোই সেঞ্চুরি তুলে নেন তারা। যদিও সেঞ্চুরি করে উইকেটে বেশীক্ষণ স্থায়ী হতে পারেননি এই দুজন।

পাঁচটি চারে সেঞ্চুরি করা শামসুর ফিরে যান ১০৩ রানে। ১১টি চারে সেঞ্চুরি করা মার্শালও ১০৯ রানে রানআউট হন। দুর্ভাগ্য আল আমিনের! নয়টি চার ও দুটি ছক্কায় ৯২ রান করে ফিরে যান তিনি।

তাঁকে সেঞ্চুরি বঞ্চিত করেন ফজলে রাব্বি। উইকেটরক্ষক জাবিদ হোসেন ৬২ রানে অপরাজিত থাকেন। আরাফাত সানির ব্যাটে আসে ৩১ রান।

বরিশালের হয়ে তিনটি উইকেট নেন সোহাগ গাজি। দুটি করে উইকেট নেন মনির হোসেন ও ফজলে রাব্বি।