জাতীয় লিগ

তানবিরের দৃঢ়তায় বড় লিডের পথে রংপুর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:32 সোমবার, 18 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডে শক্ত অবস্থানে আছে রংপুর বিভাগ। বোলারের পর ব্যাটসম্যানদের কৃতিত্বে রাজশাহী বিভাগের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন ২৪৮ রানের লিড নিয়ে শেষ করেছেন রংপুর।

আগে ব্যাটিং পাওয়া রংপুর প্রথম ইনিংসে সোহরাওয়ার্দী শুভর ১০৫ রানের ইনিংসে ২৭৪ রান করে। এরপর আরিফুল হকের প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে রাজশাহীকে ২৫৪ রান গুঁটিয়ে দেয় তারা। ২০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে রংপুর। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২২৮ রান।

তৃতীয় দিনের শুরুতে রাজশাহী তাদের প্রথম ইনিংসের ব্যাটিং চালিয়ে যায়। কিন্তু তাদের বেশিক্ষণ ব্যাটিং করার সুযোগ দেননি রংপুরের বোলাররা। ৪১ রানে ৬ উইকেট নিয়ে একাই রাজশাহীর ব্যাটিং লাইন আপে ধস নামান আরিফুল।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে রংপুর। ০ রানে ওপেনার মেহেদী মারুফকে হারায় তারা। তিনে নেমে জাহিদ জাবেদের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন সোহরাওয়ার্দী শুভ। ইনিংস বড় করতে পারেননি দুই ব্যাটসম্যানের কেউই।

মুক্তার আলীর বোলিং তোপে পড়ে ১৭ রানে শুভ এবং ৩৩ রানে জাহিদ আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো রংপুরের হাল ধরেন তানবির হায়দার। তাঁকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক নাঈম ইসলাম। ১২ রানে দেলোয়ার হোসেনের বলে সাজঘরে ফেরেন তিনি। এরপর নাসির হোসেনও তানবিরের সঙ্গ জুটি গড়তে পারেননি। ১৭ রানে আউট হয়ে ফেরেন তিনি।

আরিফুল হককে সঙ্গী করে দলের রান বাড়াতে থাকেন তানবির। দুইজনে গড়েন ৮৫ রানের জুটি। ৪৮ রানে আরিফুল আউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নেন তানবির। ৭২ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

১৮ রান নিয়ে তানবিরের সঙ্গে অপরাজিত থেকে দিন শেষ করেছেন রিশাদ হোসেন। রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দেলোয়ার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া এই পেসার ম্যাচের তৃতীয় ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট।

এ ছাড়া মুক্তার পেয়েছেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ৮৯.৪ ওভারে ২৭৪/১০ (শুভ ১০৫, আরিফুল ৫৭; দেলোয়ার ৪/৫৯, মোহর শেখ ৩/৫৩)।

রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ৮৬.২ ওভারে ২৫৪/১০ (ফরহাদ ৭৫, অভিষেক ৬৭; আরিফুল ৬/৪১, সাজেদুল ২/৫৯)।

রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৬১ ওভারে ২২৮/৬ (তানবির ৭২*, আরিফুল ৪৮; দেলোয়ার ৪/৫৩, মুক্তার ২/৪৪)।