জাতীয় ক্রিকেট লিগ

ব্যাটিং বিপর্যয়ের পর রকিবুলের প্রতিরোধ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:16 সোমবার, 18 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে ঢাকা বিভাগের করা ২৭৯ রানের জবাবে ৩৭৯ রানে অল আউট হয়েছে খুলনা বিভাগ। মূলত অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ১৫০ এবং অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরানের ৮২ রানে ভর করে লিডের দেখা পেয়েছে দলটি।

১০০ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঢাকা বিভাগ। দুই ওপেনার উত্তম সরকার (৪) এবং আব্দুল মজিদ (৫) দলকে প্রত্যাশিত শুরু এনে দিতে পারেননি।

ব্যর্থ হয়েছেন শফিউল হায়াত (০) এবং তাইবুর রহমানও (১)। এর ফলে তাঁরা দলীয় ১০ রানের মধ্যেই উপরের সারির ৪ ব্যাটসম্যানকে হারায়। পঞ্চম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন রকিবুল হাসান এবং শুভাগত হোম।

শুভাগত ৪২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। অভিজ্ঞ এই অলরাউন্ডার ফিরলেও রকিবুলকে দারুণ সঙ্গ দিয়ে দিন শেষ করেন মোহাম্মদ আরাফাত। তৃতীয় দিন শেষে রকিবুল ৩৯ এবং আরাফাত ৯ রান করে অপরাজিত আছেন।

খুলনা বিভাগের হয়ে জিয়াউর রহমান একাই নিয়েছেন ৩টি উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন মইনুল ইসলাম এবং নাহিদুল ইসলাম। ম্যাচের বর্তমান পরিস্থিতিতে জয় থেকে অনেক দূরে ঢাকা বিভাগ। এই ম্যাচে জয় কিং ড্র পেলেই জাতীয় লিগের এবারের আসরের শিরোপা জিতবে খুলনা বিভাগ।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ৯৩.১ ওভারে ২৭৯ (মজিদ ৬৬, তাইবুর ১১০, শুভাগত ৬০; হালিম ৫/২৭, জিয়াউর ৪/২৪)

খুলনা ১ম ইনিংস: ১২৮ ওভারে ৩৭৯/১০ (আগের দিন ২৫২/৩) (রবি ৪৫, এনামুল ৫০, অমিত ২১, তুষার ৮২, নুরুল ১৫০*; শুভাগত ৫/৪৬)

ঢাকা ২য় ইনিংস: ৪৩ ওভারে ১০২/৫ (রকিবুল ৩৯*, শুভাগত ৪২, আরাফাত ৯*; জিয়াউর ৩/২৩, মইনুল ১/১৯)