জাতীয় লিগ

প্রথম শ্রেণিতে আরিফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:41 সোমবার, 18 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন আরিফুল হক। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ৪১ রানে ৬ উইকেট নেন রংপুর বিভাগের এই পেসার।

যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর আগে ৭৫ রানে ৬ উইকেট ছিল আরিফুলের প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা বোলিং।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংসে ব্যাটিং ধস নামান আরিফুল। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ২৫৪ রানে থেমে যায় রাজশাহীর প্রথম ইনিংস। ২০ রানের লিড পায় রংপুর।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ৬৭ রান করা রাজশাহীর ওপেনার অভিষেক মিত্রকে বোল্ড করে শিকার শুরু করেন আরিফুল। এরপর প্রতিপক্ষের অধিনায়ক ফরহাদ হোসেনকেও ফিরিয়েছেন তিনি।

ডানহাতি এই ব্যাটসম্যানকে ৭৫ রানের ইনিংস খেলে আরিফুলের বলে থামতে হয়েছে। ফরহাদকে আউট করা সেই ওভারে নতুন ব্যাটসম্যান শাখীর হোসেনকেও সাজঘরের পথ দেখান তিনি।

একে একে মুক্তার আলী, সানজামুল ইসলাম এবং মোহর শেখের উইকেট তুলে নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার গড়েন ২৭ বছর বয়সী এই পেসার।