জাতীয় লিগ

সোহরাওয়ার্দীর সেঞ্চুরির দিন ভাগাভাগি করল রাজশাহী-রংপুর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:58 শনিবার, 16 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সোহরাওয়ার্দী শুভর সেঞ্চুরির পরও জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডের প্রথম দিনটি রাজশাহী বিভাগের সঙ্গে ভাগাভাগি করতে হয়েছে রংপুর বিভাগকে। প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেছে রংপুর।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ইনিংসের শুরুতেই হোঁচট খায় দলটি। দলীয় ১১ রানে দুই ওপেনারকে হারায় নাঈম ইসলামের দল। মেহেদি মারুফকে ০ রানে ফেরান দেলোয়ার হোসেন এবং জাহিদ জাবেদকে ৬ রানে ফেরান মোহর শেখ।

দলের বিপর্যয়ে হাল ধরেন সোহরাওয়ার্দী এবং অধিনায়ক নাঈম। ৭৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। ৪০ রান করা নাঈমকে সাজঘরে ফেরত পাঠান মোহর শেখ। এরপর দেলোয়ার নিজের দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন ৫ রান করা নাসির হোসেনের উইকেট।

একপ্রান্ত আগলে রেখে ইনিংস বড় করতে থাকেন সোহরাওয়ার্দী। অলরাউন্ডার আরিফুল হকের সঙ্গে ১১১ রানের জুটি গড়েন তিনি। আরিফুল ৫৭ রান করে মোহরের বলে আউট হন। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা সোহরাওয়ার্দী প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন।

যদিও ইনিংস আর বড় করতে পারেননি তিনি। ১০৫ রান করে দেলোয়ারের বলে সাজঘরে ফেরেন সোহরাওয়ার্দী। শেষের দিকের ব্যাটসম্যানরা উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ২৬ রান নিয়ে অপরাজিত আছেন তানভীর হায়দার। ১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন রিশাদ হোসেন।

রাজশাহীর হয়ে দুই বোলারই উইকেট নিয়েছেন। দেলোয়ার ৪টি এবং মোহর শেখ ৩টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ৮৫ ওভারে ২৬৩/৮ (সোহরাওয়ার্দী ১০৫, আরিফুল ৫৭; দেলোয়ার ৪/৫৫, মোহর ৩/৫৩)।