এনসিএল

রুয়েলের আগুনে বোলিংয়ে এগিয়ে থাকল সিলেট

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:22 শনিবার, 16 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট করেছে সিলেট বিভাগ। চট্টগ্রামের হয়ে একাই আট উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার রুয়েল মিয়া। এরপর ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই সিলেট বিভাগ। প্রথম দিন শেষে দলটি করেছে পাঁচ উইকেটে ১৮৬ রান। লিড ৮০ রানের।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১৮ বছর বয়সী রুয়েলের আক্রমণের সামনে টিকতেই পারেনি চট্টগ্রামের ব্যাটসম্যানরা। ২৬ রান খরচায় আট উইকেট নেন রুয়েল। এটা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং তো বটেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে গত সাত বছরের রেকর্ডও এটি।

চট্টগ্রামের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করে করেছেন অধিনায়ক ইরফান শুক্কুর ও তাসামুল হক। এ ছাড়া সাজ্জাদুল হক ১৪, শাখাওয়াত হোসেন ১১ ও নোমান চৌধুরী ১০ রান করেন।

দুই অঙ্কের রান ছুঁতে পারেননি দলের বাকি ছয় জন। রুয়েল মিয়ার দাপটের দিনে একটি করে উইকেট নিয়েছেন ইমরান আলী ও রেজাউর রহমান।

এরপর ব্যাটিংয়ে নেমে ইরফান হোসেনের তোপের মুখে পড়ে সিলেট। ৭৬ রান খরচায় চার উইকেট নেন ইরফান। সিলেটের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন উইকেটরক্ষক অমিত হাসান। অধিনায়ক অলক কাপালির ব্যাটে আসে ৪১ রান।

আব্দুল্লাহ গালিব (২৮*) ও রাহাতুল ফেরদোস (৮*) সিলেটের হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ
১০৬/১০ (৩৫.১ ওভার)
(ইরফান ২১, তাসামুল ২১; রুয়েল ৮/২৬)
সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ ১৮৬/৫ (৪৮ ওভার)
(অমিত ৫৫, কাপালি ৪১; ইরফান ৪/৭৬)