জাতীয় লিগ

হালিমের ৫ উইকেটের দিনে তাইবুরের সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:17 শনিবার, 16 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডের ম্যাচে প্রথম দিন ভাগাভাগি করে নিয়েছেন তাইবুর রহমান এবং আব্দুল হালিম। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা এবং ঢাকা বিভাগের মধ্যকার খেলায় সেঞ্চুরি করেছেন ঢাকার মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর। সঙ্গে প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের প্রথম ৫ উইকেট তুলে নিয়েছেন খুলনার তরুণ পেসার হালিম। যদিও প্রথম দিন শেষে বড় রান সংগ্রহ করেছে ঢাকা। প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৭৩ রান নিয়ে দিন শেষ করেছে তারা।

ম্যাচটিতে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনা। ঘরের মাঠের সুবিধা নিয়ে প্রতিপক্ষকে স্বল্প রানে আটকে দেয়ার পরিকল্পনা করেছিল নুরুল হাসান সোহানের দল। কিন্তু দিনটি নিজেদের করে নিতে পারেনি খুলনা।

যদিও আব্দুল হালিমের আগুনে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছিল তারা। নিজের প্রথম ওভারেই ঢাকার দুই টপ অর্ডার ব্যাটসম্যান উত্তম সরকার এবং শফিউল হায়াতকে ০ রানে সাজঘরের ফেরান তরুণ এই পেসার।

ওপেনার আব্দুল মজিদ এবং চারে নামা ব্যাটসম্যান রকিবুল হাসান জুটি গড়ার চেষ্টা করলে ব্যর্থ হন। তাঁদের দুইজনের ৪৫ রানের জুটি ভাঙেন জিয়াউর রহমান। অভিজ্ঞ রকিবুলকে ২৪ রানে ফেরান তিনি।

এরপর তাইবুর রহমানের সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন মজিদ। উইকেটের খোঁজে যখন খুলনা মরিয়া সে সময় ৬৬ রান করা মজিদকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান হালিম। একপ্রান্ত আগলে রেখে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সপ্তম সেঞ্চুরি করে হালিমের বলেই বোল্ড হয়ে ফেরেন তাইবুর।

মাঝে অধিনায়ক শুভাগত হোমের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন ব্যক্তিগত ১১০ রানে আউট হওয়া তাইবুর। এরপর আরাফাত সানিকে এলবিডাব্লিউ করে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নেন হালিম।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারায় ঢাকা। দলটির একপ্রান্ত ধরে রেখে ৫৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক শুভাগত। তাঁর সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন নাজমুল ইসলাম অপু।

সংক্ষিপ্ত স্কোরঃ

ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৯০ ওভারে ২৭৩/৭ (তাইবুর ১১০, মজিদ ৬৬; হালিম ৫/২৬, জিয়াউর ২/১৯)।