4249 পঠিত
ভারত- বাংলাদেশ সিরিজ
ছক্কা হাঁকিয়ে আগারওয়ালের ডাবল সেঞ্চুরি


|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইন্দোরের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে থেকে ৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে বিরাট কোহলির দল।
ছক্কা হাঁকিয়ে আগারওয়ালের ডাবল সেঞ্চুরিঃ
মিরাজের বলে ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন আগারওয়াল।
রাহানেকে সেঞ্চুরি বঞ্চিত করলেন রাহিঃ
রাহানেকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন রাহি। ৮৬ রানে তাইজুলের ক্যাচ হয়ে ফিরে যান তিনি। আগারওয়াল-রাহানে মিলে যোগ করেন ১৯০ রান।
দিশেহারা বাংলাদেশি বোলাররাঃ
সেঞ্চুরির পর ১৫০ রানও করেছেন আগারওয়াল। অপরদিকে সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন রাহানে। বাংলাদেশের বোলাররা অনেক চেষ্টা করেও উইকেটের দেখা পাচ্ছেন না।
আগারওয়ালের সেঞ্চুরিঃ
অসাধারণ ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি ওপেনার আগারওয়াল।
প্রথম সেশন ভাগাভাগি করলেন রাহি-আগারওয়ালঃ
প্রথম সেশনে দিনের শুরুতেই পূজারা ও কোহলিকে বিদায় করেন রাহি। এরপর আগারওয়াল-রাহানে জুটিতে ভর করে এগিয়ে যায় ভারত।
রিভিউ নিয়ে বাঁচলেন আগারওয়ালঃ
পূজারা-কোহলির বিদায়ের পর অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি গড়েছেন আগারওয়াল। ভারতের এই ওপেনার আছেন সেঞ্চুরির পথে। লিড পেয়েছে ভারত।
মেহেদী হাসান মিরাজের একটি ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের আবেদনের পর আউটের সিদ্ধান্ত দেয়া হয় আগারওয়ালকে। আম্পায়ার আউটের ঘোষণাও দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান আগারওয়াল। বলটি তাঁর লেগ স্টাম্প মিস করে।
কোহলিকে শূন্য রানে ফেরালেন রাহিঃ
পূজারাকে ফেরানোর পর বিরাট কোহলিকে বিদায় করেছেন রাহি। রাহি লেগ বিফোর উইকেটের আবেদনে অবশ্য ইতিবাচক সাড়া দেননি আম্পায়ার। এরপর মুমিনুল হক রিভিউ নিলে দেখা যায় রাহির বলটি অফসাইডে পিচ করলেও কোহলির লেগ স্টাম্প বরাবর আঘাত করে।
আম্পায়ারের পরিবর্তিত সিদ্ধান্তের ফলে শূন্য রানেই মাঠ ছাড়তে হয় কোহলিকে।
শুরুতেই পূজারাকে বিদায় করলেন রাহিঃ
দ্বিতীয় দিনের শুরুতেই ঝলক দেখান আবু জায়েদ রাহি। ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে গালি অঞ্চলে বদলি ফিল্ডার সাইফ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ফেরার আগে পূজারা করেন ৫৪ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ১৫০/১০ (৫৮.৩ ওভার)
(মুশফিক ৪৩, মুমিনুল ৩৭; শামি ৩/২৭)
ভারত প্রথম ইনিংসঃ ৩৬৫/৪ (৯৮.৬৫ ওভার)
(আগারওয়াল ২০২*, জাদেজা ১২*)
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

বিপিএল
সাকিববিহীন প্রথম বিপিএল
|| ডেস্ক রিপোর্ট || বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে জমজমাট একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে
স্তারিত
বিপিএল
বিপিএলের পরীক্ষিত পারফর্মারদের বেছে নিলো খুলনা
|| ডেস্ক রিপোর্ট || বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শক্তিশালী দল গঠন করেছে খুলনা টাইগার্স। বিপিএলের অভিজ্ঞ পারফর্মারদের স্কোয়াডে ভিড়িয়েছে দলটির ম্যানেজমেন্ট। দলটি পরিচালনার দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
স্তারিত
বিপিএল
মুস্তাফিজকে সব ম্যাচ খেলানোর নিশ্চয়তা দিলেন নবি
|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || রংপুর রেঞ্জার্সের একাদশে অবধারিতভাবে থাকার কথা মুস্তাফিজুর রহমানের। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে তাঁকে ঘিরে জন্ম নিয়েছে কিছু প্রশ্নের। একাদশে রাখা হবে কিনা, সব
স্তারিত
বিপিএল
বাংলাদেশের সব চেনা নবির
|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || বাংলাদেশের কন্ডিশন ভালোভাবেই চেনা মোহাম্মদ নবির। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রংপুর রেঞ্জার্সকে সাফল্য এনে দিতে চান আফগানিস্তানের তারকা এই অলরাউন্ডার। নবিকে অধিনায়কের দায়িত্ব
স্তারিত