ভারত- বাংলাদেশ সিরিজ

কোহলিকে শূন্য রানে ফেরালেন রাহি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:39 শুক্রবার, 15 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
 
ইন্দোরের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে থেকে ৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে বিরাট কোহলির দল।

কোহলিকে শূন্য রানে ফেরালেন রাহিঃ

পূজারাকে ফেরানোর পর বিরাট কোহলিকে বিদায় করেছেন রাহি। রাহি লেগ বিফোর উইকেটের আবেদনে অবশ্য ইতিবাচক সাড়া দেননি আম্পায়ার। এরপর মুমিনুল হক রিভিউ নিলে দেখা যায় রাহির বলটি অফসাইডে পিচ করলেও কোহলির লেগ স্টাম্প বরাবর আঘাত করে।

আম্পায়ারের পরিবর্তিত সিদ্ধান্তের ফলে শূন্য রানেই মাঠ ছাড়তে হয় কোহলিকে।

শুরুতেই পূজারাকে বিদায় করলেন রাহিঃ

দ্বিতীয় দিনের শুরুতেই ঝলক দেখান আবু জায়েদ রাহি। ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে গালি অঞ্চলে বদলি ফিল্ডার সাইফ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ফেরার আগে পূজারা করেন ৫৪ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ১৫০/১০ (৫৮.৩ ওভার)
(মুশফিক ৪৩, মুমিনুল ৩৭; শামি ৩/২৭)

ভারত প্রথম ইনিংসঃ ১১৯/৩ (৩২.৫ ওভার)
(আগারওয়াল ৫৮*, রাহানে ০*)

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।    

ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।