বাংলাদেশ-ভারত

বাংলাদেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছেঃ অশ্বিন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 21:51 বৃহস্পতিবার, 14 নভেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইন্দোর টেস্টে মুমিনুল হকের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে সাহসী হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। যদিও ইন্দোরের পেস সহায়ক উইকেটে বাংলাদেশের শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত কিছুটা অবাক করেছে তাঁকে।    

এই উইকেটে শুরুতে ব্যাটিং করা কতটা কঠিন সেটি অবশ্য এরই মধ্যে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। ভারতের বোলারদের তোপে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয় মুমিনুলের দল। তাই টস জিতে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে অনেকেই প্রশ্নববিদ্ধ করেছেন। এই কাতারে অবশ্য নেই অশ্বিন।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দেখুন আমার ধারনা কোনো আন্তর্জাতিক দল মাঠে নামতে এবং ম্যাচ খেলতে ভয় পায়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টস জিতে ব্যাটিং নেয়া সাহসী সিদ্ধান্ত। আমরা এটি আশা করিনি। আমরা মনে করেছিলাম তারা বোলিং নেবে, কিন্তু তারা প্রথমে ব্যাটিং নেয় যা প্রশংসনীয়।'

বাংলাদেশ অল্প রানে অলআউট হলেও একটা সময় বড় স্কোরের আভাস দিচ্ছিলেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। দলীয় ৩১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন তাঁরা। 

মুশফিক ও মুমিনুলদের প্রশংসা করতে তাই ভোলেননি অশ্বিন। তিনি বলেন, 'আমি মনে করি যে তাদের কয়েকজন ব্যাটসম্যান সকালে দারুণ ব্যাটিং করেছে। এই ধরনের উইকেটে এসে ব্যাটিং করা খুব একটা সহজ কাজ নয়। উইকেট কিছুটা ভেজা ছিল। এখানে মুমিনুল হক এবং আরো কয়েকজন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে।' 

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর এক উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শেষ করেছে বিরাট কোহলির ভারত। দ্বিতীয় দিন বাংলাদেশ সময় সকাল দশটায় খেলতে নামবে তারা।