রংপুর-ঢাকা

নাসিরের সেঞ্চুরির ম্যাচ ড্র

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:49 মঙ্গলবার, 12 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকা এবং রংপুর বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচের শেষ দিন ১০৪ রানে অপরাজিত থেকে খেলা শুরু করেন রংপুরের রংপুরের অলরাউন্ডার নাসির হোসেন। 

এরপর দারুণ ব্যাটিং করে দেড়শ রানের কোটা পার করেন তিনি। তাঁর ১৬১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৯ উইকেটে ২৭১ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে রংপুর। ফলে ঢাকার সামনে ২৮৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। 

এই লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৭৬ রানে খেলা শেষ করে নাদিফ চৌধুরীর ঢাকা বিভাগ। ৮০ রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান। আর তাঁর সঙ্গী শুভাগত হোমের সংগ্রহ ৮ রান। রংপুরের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবু, রিশাদ হোসেন এবং নাসির হোসেন। 

এর আগে ম্যাচের প্রথম দিন টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক নাদিফ। এরপর খেলতে নেমে নাসির হোসেন এবং সোহরাওয়ার্দি শুভর জোড়া হাফসেঞ্চুরিতে ২৩৪ রান সংগ্রহ করে রংপুর। নাসির ৭০ এবং শুভ ৫৭ রানের ইনিংস খেলেন।

রংপুরকে এত অল্প রানে গুটিয়ে দেয়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন স্পিনার নাজমুল ইসলাম অপু। মাত্র ৬৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও ৫৬ রানে ৩ উইকেট নেন সালাউদ্দিন শাকিল। 

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা বিভাগও। নাঈম ইসলামের রংপুরের কাছে ২২২ রানে গুটিয়ে যায় তারা। ৩৭ রানে ৫ উইকেট নিয়ে ঢাকার ব্যাটিং লাইন আপে ধ্বস নামান ডানহাতি পেসার মুকিদুল ইসলাম। আর ২টি উইকেট নেন আলাউদ্দিন বাবু। ঢাকার পক্ষে আব্দুল মজিদ এবং রকিবুল হাসান হাফ সেঞ্চুরি করেন। 

 দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দারুণ ব্যাটিং করেন রংপুরের অলরাউন্ডার নাসির হোসেন। তৃতীয় দিন ১০৪ রানে অপরাজিত থাকা নাসির শেষ দিন মাঠ ছাড়েন ১৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ঢাকার হয়ে দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নেন শাহাদাত হোসেন, সালাউদ্দিন শাকিল, আরাফাত সানি এবং তাইবুর রহমান। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ২৩৪/১০ (৮১.৩ ওভার) (নাসির হোসেন ৭০; নাজমুল ইসলাম অপু ৫/৬৫)

ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ২২২/১০ (৬৪.১ ওভার) (রকিবুল হাসান ৬৭, আব্দুল মজিদ ৫২; মুকিদুল ইসলাম ৫/৩৭)

রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ২৭১/৯ (৯৯ ওভার) (ডিক্লে) (নাসির হোসেন ১৬১*, নাঈম ৩২; শাহাদাত ২/২৪)

ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ১৭৬/৪ (৬৩ ওভার) (রকিবুল ৮০*, সানি ৩৬; নাসির ১/১০)