জাতীয় ক্রিকেট লিগ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রাণ ফেরালেন রুবেল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:45 সোমবার, 11 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচের প্রথম দুই দিনের খেলার বেশিরভাগ অংশ বৃষ্টিতে ভেসে গেছে। প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ১২ ওভার। এমন ম্যাচেও প্রাণ ফিরিয়েছেন রুবেল হোসেন।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের এই ম্যাচে রুবেলের তাণ্ডবে মাত্র ১৫৪ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগের প্রথম ইনিংস। ৫১ রানে ৭ উইকেট নিয়েছেন রুবেল। যা ডানহাতি এই পেসারের প্রথম শ্রেণির সেরা বোলিং ফিগার।

জবাবে ব্যাটিংয়ে নেমে খুলনা প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৪ রান করে তৃতীয় দিন শেষ করেছে। আগের দিন ১২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান তুলেছিল রাজশাহী। সোমবার বোলিং আক্রমণে এসে অভিষেক মিত্রকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন রুবেল।

এক প্রান্ত আগলে রাখা মিজানুর রহমানকেও সাজঘরে ফিরিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই পেসার। মিজানুরের ব্যাট থেকে এসেছে ৪৩ রান। রাজশাহীর অভিজ্ঞ ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীকে ২৩ রানে ফেরান জিয়াউর রহমান।

রাজশাহী অধিনায়ক ফরহাদ হোসেন এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান শাকির হোসেনকে পরপর দুই ওভারে ফিরিয়ে মিডল অর্ডার গুঁড়িয়ে দেন আব্দুর রাজ্জাক। এর পরের স্পেলে বোলিং করতে এসে ভয়ঙ্কর রূপ ধারণ করেন রুবেল।

একাই তুলে নেন পাঁচ উইকেট। লাঞ্চের ঠিক আগে ফরহাদ রেজাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন রুবেল। বিরতির পর রাজশাহীর হয়ে রান বাড়াতে থাকা সানজামুল ইসলামকে তিনি ফেরান ৪৮ রানে। এতে রাজশাহী অল আউট হয়ে যায় ১৫১ রানে।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে খুলনা। তাদের শুরুটা ভালো হয়নি। খুলনার দুই ওপেনার রবিউল ইসলাম ও এনামুল হককে দ্রুতই ফিরিয়ে দেন মোহর শেখ।

অমিত মজুমদার ও তুষার ইমরানের দৃঢ়তায় অবশ্য লিডের দেখা পায় খুলনা। এই দুজন তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়েন। দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ বিকেলে এই দুজনকে ফিরিয়ে রাজশাহী শিবিরে স্বস্তি এনে দেন মুক্তার আলী।

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিন শেষে

রাজশাহী ১ম ইনিংসঃ ৫০.৪ ওভারে ১৫১ (মিজানুর ৪৩, জুনায়েদ ২৩, সানজামুল ৪৮; রুবেল ৭/৫১, রাজ্জাক ২/৬০)।

খুলনা ১ম ইনিংস: ৫৪ ওভারে ১৫৪/৪ (অমিত ৫৯, তুষার ৫৮, সোহান ৬*, নাহিদুল ৬*; মোহর ২/৩২, মুক্তার ২/২৬)।