এনসিএল

অপুর স্পিন ঘূর্ণির দিনে রকিবুল-মজিদের ব্যাটে রান

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:29 রবিবার, 10 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিন শেষে রংপুর বিভাগের চেয়ে ৩৯ রানের পিছিয়ে আছে ঢাকা বিভাগ। ৫ উইকেটে ১৯৫ রান দিয়ে দিন শেষ করেছে ঢাকা বিভাগ।

অধিনায়ক নাদিফ চৌধুরী ২৬ এবং আরাফাত সানি জুনিয়র ২ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। এছাড়া আব্দুল মজিদ ৫২ এবং রকিবুল হাসানের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। রংপুরের পক্ষে মাকিদুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট।

দ্বিতীয় দিন ৫ উইকেটে ১১০ রান দিয়ে ব্যাটিং করতে নামে রংপুর বিভাগ। নাসির হোসেন এবং তানবীর হায়দারের ব্যাটে প্রথম ঘন্টায় দাপুটে ব্যাটিং করে রংপুর। তবে ৪৭ রান করে নাজমুল ইসলামকে উইকেট ছুঁড়ে দেন তানবীর।

খানিক পর ধিমান ঘোষ এবং আলাউদ্দিন বাবুও ফিরে যান প্যাভিলিয়নে। তবে একাই লড়াই চালিয়ে যান নাসির। কিন্তু ব্যকিগত ৭০ রানে নাজমুল ইসলাম অপুর বলে তিনি বিদায় নিলে ২৩৪ রানে গুটিয়ে যায় রংপুর। 

৬৫ রান দিয়ে ৫ উইকেট নেন অপু, সালাউদ্দিন শাকিলের শিকার ৩ উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ১১ রান তুলতেই জয়রাজ শেখকে হারিয়ে বসে ঢাকা। পরের উইকেট জুটিতে ১১০ রান যোগ করেন আব্দুল মজিদ এবং রকিবুল হাসান।

দুজনই তুলে দেন হাফ সেঞ্চুরি। কিন্তু দলীয় ১৭৭ রানের মধ্যে ৪ ব্যাটসম্যানের বিদায়ে বিপরে পরে ঢাকা। দিনের শেষ ভাগে একাই লড়াই চালিয়ে যান অধিনায়ক নাদিফ চৌধুরী। ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে দিন শেষ করে ঢাকা।

সংক্ষিপ্ত স্কোরঃ 

রংপুর বিভাগঃ ২৩৪ অল আউট (৮১.৩ ওভার) (নাসির হোসেন ৭০) (নাজমুল ইসলাম অপু ৫/৬৫)

ঢাকা বিভাগঃ ১৯৫/৫ (৪৯.৪ ওভার) (নাদিফ ৩০*, রকিবুল ৬৭) (মাকিদুল ইসলাম ৩/২৮)